মানুষ-চেনা
মানুষ-চেনা
সাইয়িদ রফিকুল হক
মুখ দেখে কি যায় রে চেনা
মানুষ ভেজা বিড়াল?
বাইরে মানুষ ভিতরটাতে
সবকিছু যে আড়াল!
কত রূপে কত ধান্দায়
ঘুরছে এখন মানুষ,
এরা সবাই দেখতে মানুষ
আসলে যে ফানুস!
মুখে মধু ঝরছে কত!
ভিমরি খাবে তুমি,
তাইতো এখন মরছে মানুষ
ভণ্ডপশুর পদচুমি!
মুখ দেখে কি এই জামানায়
যায় রে মানুষ চেনা?
মানুষ এখন টাকার জোরে
হচ্ছে বেচা-কেনা!
সাইয়িদ রফিকুল হক
১৫/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মুখ দেখে কি যায় রে চেনা
মানুষ ভেজা বিড়াল?
বাইরে মানুষ ভিতরটাতে
সবকিছু যে আড়াল!
কত রূপে কত ধান্দায়
ঘুরছে এখন মানুষ,
এরা সবাই দেখতে মানুষ
আসলে যে ফানুস!
মুখে মধু ঝরছে কত!
ভিমরি খাবে তুমি,
তাইতো এখন মরছে মানুষ
ভণ্ডপশুর পদচুমি!
মুখ দেখে কি এই জামানায়
যায় রে মানুষ চেনা?
মানুষ এখন টাকার জোরে
হচ্ছে বেচা-কেনা!
সাইয়িদ রফিকুল হক
১৫/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০৯/২০১৯khube valo
-
মহিউদ্দিন রমজান ১৬/০৯/২০১৯সুন্দর
-
নাদেরা ফারনাছ শিমূল ১৬/০৯/২০১৯বাস্তবের প্রতিচ্ছবি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৯/২০১৯অপূর্ব
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৯/২০১৯দারুন