মানুষ তুমি নামেই
মানুষ তুমি নামেই
সাইয়িদ রফিকুল হক
জনম তোমার গেল চলে
মিথ্যা অহংকারে,
আজও হয়নি পরিবর্তন
তোমার ব্যবহারে!
মানুষ তুমি নামেই শুধু
নাই তো কিছু গুণ,
মানুষ হলে করতে তুমি
আরেক মানুষ খুন?
মানুষ তুমি ভণ্ড এখন
লোকদেখানো সবই,
সময় থাকতে একটু ভালো
হও না তুমি আজই।
সাইয়িদ রফিকুল হক
১২/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
জনম তোমার গেল চলে
মিথ্যা অহংকারে,
আজও হয়নি পরিবর্তন
তোমার ব্যবহারে!
মানুষ তুমি নামেই শুধু
নাই তো কিছু গুণ,
মানুষ হলে করতে তুমি
আরেক মানুষ খুন?
মানুষ তুমি ভণ্ড এখন
লোকদেখানো সবই,
সময় থাকতে একটু ভালো
হও না তুমি আজই।
সাইয়িদ রফিকুল হক
১২/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৫/০৯/২০১৯মানুষ ভন্ড - সত্যিই তাই
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৯/২০১৯চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৯/২০১৯মানবিকতা হারিয়ে গেছে
মরা মানুষ বেঁচে আছে
অপ্রিয় সত্য কথন
মানুষের বিবেকে ধরেছে পচন...