তোমার চোখের ভালোবাসা
তোমার চোখের ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক
তোমার চোখের ভালোবাসা
মুছে গেছে কোন্ সকালে,
তাইতো এখন প্রেম করি না
ভালোবাসার এই আকালে!
জীবন এখন ছন্দছাড়া
ভীষণরকম খাপছাড়া,
ভালোবাসা আজকে দেখি
একেবারে সর্বহারা!
ভালোবাসার কথা শুনি
দেখি নাতো ভালোবাসা,
প্রেমের নামে আজকাল তাইতো
দেখছি কত রং-তামাশা!
তোমার চোখের ভালোবাসা
ছল করে যে, ছল করে,
তাইতো এখন প্রেম করি না
মন ভরে, মন ভরে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
তোমার চোখের ভালোবাসা
মুছে গেছে কোন্ সকালে,
তাইতো এখন প্রেম করি না
ভালোবাসার এই আকালে!
জীবন এখন ছন্দছাড়া
ভীষণরকম খাপছাড়া,
ভালোবাসা আজকে দেখি
একেবারে সর্বহারা!
ভালোবাসার কথা শুনি
দেখি নাতো ভালোবাসা,
প্রেমের নামে আজকাল তাইতো
দেখছি কত রং-তামাশা!
তোমার চোখের ভালোবাসা
ছল করে যে, ছল করে,
তাইতো এখন প্রেম করি না
মন ভরে, মন ভরে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাদেরা ফারনাছ শিমূল ১৬/০৯/২০১৯সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৯/২০১৯মানুষের জীবন থেকে সত্যিই সত্যিই ভালোবাসা হারিয়ে যাচ্ছে।