মনের ভিতর
মনের ভিতর
সাইয়িদ রফিকুল হক
মনের ভিতর মন যে আছে
তার কি খবর জানো?
একটা মনকে কষ্ট দিয়ে
আরেকটাকে মানো!
অন্তঃমনে পাবে তুমি
অনেক সঠিক খবর,
মিথ্যা-মনের চাতুর্যে ভাই
সত্যের হয় যে কবর!
মনের ভিতর আরেকটা মন
করছে ভীষণ খেলা,
মনে-মনে সত্য বলে
গড় প্রেমের মেলা।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মনের ভিতর মন যে আছে
তার কি খবর জানো?
একটা মনকে কষ্ট দিয়ে
আরেকটাকে মানো!
অন্তঃমনে পাবে তুমি
অনেক সঠিক খবর,
মিথ্যা-মনের চাতুর্যে ভাই
সত্যের হয় যে কবর!
মনের ভিতর আরেকটা মন
করছে ভীষণ খেলা,
মনে-মনে সত্য বলে
গড় প্রেমের মেলা।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/১১/২০১৯গুড