এখন বড় আকাল
এখন বড় আকাল
সাইয়িদ রফিকুল হক
কাজলচোখে পাগল করে
রইলে সখী ঘরে,
এমন করে আড়াল হলে
দেখবো কেমন করে!
ভালোবাসার আকাল এখন
কোথাও নাই যে মায়া,
নামেই সবার দেহ আছে
দেখি শুধু ছায়া!
মেকী-ঢেঁকি চারিদিকে
কোথায় পাবো প্রাণ?
দুর্গন্ধ আর বাসি-পচার
পাচ্ছি শুধু ঘ্রাণ!
সবখানে যে আকাল এখন
পাচ্ছি নাতো ভালো,
বাইরে শুধু মরীচিকা
ভিতরটা খুব কালো!
ভালোবাসার আশাটুকু
করবে শুধু মাতাল,
চারিদিকে সবকিছুরই
চলছে ভীষণ আকাল!
সাইয়িদ রফিকুল হক
০৭/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
কাজলচোখে পাগল করে
রইলে সখী ঘরে,
এমন করে আড়াল হলে
দেখবো কেমন করে!
ভালোবাসার আকাল এখন
কোথাও নাই যে মায়া,
নামেই সবার দেহ আছে
দেখি শুধু ছায়া!
মেকী-ঢেঁকি চারিদিকে
কোথায় পাবো প্রাণ?
দুর্গন্ধ আর বাসি-পচার
পাচ্ছি শুধু ঘ্রাণ!
সবখানে যে আকাল এখন
পাচ্ছি নাতো ভালো,
বাইরে শুধু মরীচিকা
ভিতরটা খুব কালো!
ভালোবাসার আশাটুকু
করবে শুধু মাতাল,
চারিদিকে সবকিছুরই
চলছে ভীষণ আকাল!
সাইয়িদ রফিকুল হক
০৭/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/০৯/২০১৯বেশ লিখেন আপনি
-
মোঃ মুসা খান ০৮/০৯/২০১৯ঠিক অকাল।
-
মোহাম্মদ মাইনুল ০৭/০৯/২০১৯সুন্দর।