স্বপ্নজয়ের স্বপ্ন
স্বপ্নজয়ের স্বপ্ন
সাইয়িদ রফিকুল হক
অনেকবড় স্বপ্ন নিয়ে পাচ্ছি নাকো স্বস্তি,
মনের ভিতর লাফায় শুধু অহংকারের হস্তী!
কাজের কাজ যে হচ্ছে নাতো কিছুই,
ছাড়তে এখন পারি নাই যে আলসেমিটার পিছুই!
বুকের ভিতর আছে অনেক স্বপ্নমাখা জ্বালা,
চোখের সামনে দোলে তবু দুঃস্বপ্ন কালা!
কষ্ট যতই হোক না কেন, করি নাতো ভয়,
স্বপ্নজয়ের বিরাট সুখে কষ্ট হবে ক্ষয়।
অনেকবড় স্বপ্ন নিয়ে আসছে নাতো ঘুম,
মনের ঘরে কাজ সাজানোর পড়ে গেছে ধুম!
একটুখানি সজাগ হলে পাবো জয়ের দিশা,
স্বপ্নজয়ের বিরাট স্বপ্নে মিটবে বুকের তৃষা।
সাইয়িদ রফিকুল হক
৩১/০৮/২০১৯
সাইয়িদ রফিকুল হক
অনেকবড় স্বপ্ন নিয়ে পাচ্ছি নাকো স্বস্তি,
মনের ভিতর লাফায় শুধু অহংকারের হস্তী!
কাজের কাজ যে হচ্ছে নাতো কিছুই,
ছাড়তে এখন পারি নাই যে আলসেমিটার পিছুই!
বুকের ভিতর আছে অনেক স্বপ্নমাখা জ্বালা,
চোখের সামনে দোলে তবু দুঃস্বপ্ন কালা!
কষ্ট যতই হোক না কেন, করি নাতো ভয়,
স্বপ্নজয়ের বিরাট সুখে কষ্ট হবে ক্ষয়।
অনেকবড় স্বপ্ন নিয়ে আসছে নাতো ঘুম,
মনের ঘরে কাজ সাজানোর পড়ে গেছে ধুম!
একটুখানি সজাগ হলে পাবো জয়ের দিশা,
স্বপ্নজয়ের বিরাট স্বপ্নে মিটবে বুকের তৃষা।
সাইয়িদ রফিকুল হক
৩১/০৮/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/১০/২০১৯ভালোই
-
জসিম বিন ইদ্রিস ০২/০৯/২০১৯মানুষ বাঁচে তার স্বপ্নের মাঝে। আর স্বপ্নকে বাঁচাতে প্রয়োজন পরিশ্রম।
-
পি পি আলী আকবর ০১/০৯/২০১৯সুন্দর