www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন-মানে

জীবন-মানে
সাইয়িদ রফিকুল হক

মৃত্যু-ভুলে থাকিস নারে
খাদ্যলোভীর দল,
জীবনটাকে বুঝতে চাইলে
গোরস্থানে চল্।

কত মানুষ শুয়ে আছে
বদ্ধ-মাটির ঘরে!
অনেককিছু ছিল তার যে
খাচ্ছে সবই পরে।

ভালোবাসার মানুষগুলো
আজকে কত তুচ্ছ!
জীবন-মানে কিছুই নারে
মূর্খগুলো বুঝছো?

কয়দিনের এই দুনিয়াতে
গড়ছো কীসের প্রাসাদ?
দু’দিন পরে চোখ বুজিলে
লাগবে কত ফাসাদ!

জীবন-মানে বুঝতে হলে
হও রে মানুষ সরল,
নইলে তোমার কবরটাতে
ঢুকবে বিষের গড়ল।

কত দূরে যেতে পারে
একটা মাটির মানুষ?
দম ফুরালে একমুহূর্তে
চুপসে যাবে ফানুস।

জীবন-মানে এই দুনিয়ায়
ভালো হয়ে চলা,
নইলে তুমি আখেরাতে
খাবে ভীষণ ডলা।


সাইয়িদ রফিকুল হক
১৬/০৭/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast