কাজের মানুষ
কাজের মানুষ
সাইয়িদ রফিকুল হক
বলতে দিলে সবাই পারে
করতে পারে ক’জন?
কাজেকর্মে দক্ষ কাজী
আছে এমন সুজন?
গালভরা সব বুলিতে আর
চলবে নাকো সমাজ,
চাপাবাজির ব্যবসা ছেড়ে
সবাই করো কাজ।
বলতে দিলে সবাই লাফায়
কাজের সময় নাই,
দেশপ্রেমিক আর কর্মযোগী
এবার আমরা চাই।
কাজের মানুষ আনো খুঁজে
বাঁচবে তবে দেশ,
চাপাবাজি আর ভণ্ডামির
দিনটা হবে শেষ।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৭/২০১৯
সাইয়িদ রফিকুল হক
বলতে দিলে সবাই পারে
করতে পারে ক’জন?
কাজেকর্মে দক্ষ কাজী
আছে এমন সুজন?
গালভরা সব বুলিতে আর
চলবে নাকো সমাজ,
চাপাবাজির ব্যবসা ছেড়ে
সবাই করো কাজ।
বলতে দিলে সবাই লাফায়
কাজের সময় নাই,
দেশপ্রেমিক আর কর্মযোগী
এবার আমরা চাই।
কাজের মানুষ আনো খুঁজে
বাঁচবে তবে দেশ,
চাপাবাজি আর ভণ্ডামির
দিনটা হবে শেষ।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৭/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৬/০৭/২০১৯ভালোই