গুজবসৃষ্টিকারীরা রাষ্ট্রদ্রোহী পশু
গুজবসৃষ্টিকারীরা রাষ্ট্রদ্রোহী পশু
দেশে মাঝে-মাঝে পরিকল্পিতভাবে গুজবসৃষ্টি করা হয়। এর পিছনে একটি বৃহৎ রাজনৈতিক অপশক্তি রয়েছে। এরা রাজনৈতিক আদর্শে একেবারে দেউলিয়া হয়ে পড়েছে। এদের জনপ্রিয়তা তেমন নাই। কিন্তু অপরাজনীতির নামে এদের অপতৎপরতা তো চালাতে হবে। তাই, সবসময় দেশবিরোধী অপকাণ্ডসৃষ্টির লক্ষ্যে দেশের ভিতরে বিভিন্ন সময় বিভিন্নভাবে গুজবসৃষ্টি করে চলেছে। বর্তমানে এই গুজবসৃষ্টিকারী পশুগোষ্ঠীটি আমাদের দেশের অর্থায়নে নির্মিত “পদ্মাসেতু” নিয়ে নানারকম গৃজবসৃষ্টি করে চলেছে। এই পশুগুলো ফেসবুকে তথা বিভিন্ন অনলাইনে অপপ্রচার চালাচ্ছে যে, “পদ্মাসেতুর জন্য মানুষের মাথা লাগবে... একলক্ষ মানুষের মাথা লাগবে...পদ্মাসেতুতে মানুষের ক্ত লাগবে!” ইত্যাদি।
বাংলাদেশে একশ্রেণীর সাম্প্রদায়িক নরপশু সবসময় দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে। এরা কখনো দেশের ভালো চায় না। এরা আমাদের দেশের প্রধান ও একমাত্র শত্রু। তাই, এরা দেশের ক্ষতি করার অপচেষ্টায় পদ্মাসেতু নিয়ে এই গুজবসৃষ্টি করে চলেছে। ধ্বংস হোক দেশের এইসব শত্রু।
দেশে মাঝে-মাঝে পরিকল্পিতভাবে গুজবসৃষ্টি করা হয়। এর পিছনে একটি বৃহৎ রাজনৈতিক অপশক্তি রয়েছে। এরা রাজনৈতিক আদর্শে একেবারে দেউলিয়া হয়ে পড়েছে। এদের জনপ্রিয়তা তেমন নাই। কিন্তু অপরাজনীতির নামে এদের অপতৎপরতা তো চালাতে হবে। তাই, সবসময় দেশবিরোধী অপকাণ্ডসৃষ্টির লক্ষ্যে দেশের ভিতরে বিভিন্ন সময় বিভিন্নভাবে গুজবসৃষ্টি করে চলেছে। বর্তমানে এই গুজবসৃষ্টিকারী পশুগোষ্ঠীটি আমাদের দেশের অর্থায়নে নির্মিত “পদ্মাসেতু” নিয়ে নানারকম গৃজবসৃষ্টি করে চলেছে। এই পশুগুলো ফেসবুকে তথা বিভিন্ন অনলাইনে অপপ্রচার চালাচ্ছে যে, “পদ্মাসেতুর জন্য মানুষের মাথা লাগবে... একলক্ষ মানুষের মাথা লাগবে...পদ্মাসেতুতে মানুষের ক্ত লাগবে!” ইত্যাদি।
বাংলাদেশে একশ্রেণীর সাম্প্রদায়িক নরপশু সবসময় দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে। এরা কখনো দেশের ভালো চায় না। এরা আমাদের দেশের প্রধান ও একমাত্র শত্রু। তাই, এরা দেশের ক্ষতি করার অপচেষ্টায় পদ্মাসেতু নিয়ে এই গুজবসৃষ্টি করে চলেছে। ধ্বংস হোক দেশের এইসব শত্রু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী শাহেদ ২০/০৭/২০১৯👍
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/০৭/২০১৯সহমত