খুনখারাবির সঙ্গে
খুনখারাবির সঙ্গে
সাইয়িদ রফিকুল হক
খুনখারাবির সঙ্গে গেছে
ধর্ষণ অনেক বেড়ে!
আদিমজাতের শুয়োরগুলো
নিচ্ছে জীবন কেড়ে।
পশুর হাতে মরছে মানুষ
নড়ছে নাতো টনক!
কার কাছে যে করবো নালিশ
নাইতো জাতির জনক।
খুনখারাবির সঙ্গে এখন
বাড়ছে শিশুধর্ষণ,
এই পাপীদের বক্ষে করো
বিশাল অগ্নিবর্ষণ।
শুয়োরগুলো হয় না মানুষ
দেখতে শুধু আকার,
এরা পাগল চিরদিন যে
যৌনতৃষ্ণা-টাকার।
এই পাপীদের খতম করে
রাখো দেশের মান,
দেশদরদী দেশের সেবক
আর কোরো না ভান।
সাইয়িদ রফিকুল হক
৯/০৭/২০১৯
সাইয়িদ রফিকুল হক
খুনখারাবির সঙ্গে গেছে
ধর্ষণ অনেক বেড়ে!
আদিমজাতের শুয়োরগুলো
নিচ্ছে জীবন কেড়ে।
পশুর হাতে মরছে মানুষ
নড়ছে নাতো টনক!
কার কাছে যে করবো নালিশ
নাইতো জাতির জনক।
খুনখারাবির সঙ্গে এখন
বাড়ছে শিশুধর্ষণ,
এই পাপীদের বক্ষে করো
বিশাল অগ্নিবর্ষণ।
শুয়োরগুলো হয় না মানুষ
দেখতে শুধু আকার,
এরা পাগল চিরদিন যে
যৌনতৃষ্ণা-টাকার।
এই পাপীদের খতম করে
রাখো দেশের মান,
দেশদরদী দেশের সেবক
আর কোরো না ভান।
সাইয়িদ রফিকুল হক
৯/০৭/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৫/০৭/২০১৯বাস্তবতা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৫/০৭/২০১৯হোক প্রতিবাদ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৭/২০১৯ভালো