মরণখেলা
মরণখেলা
সাইয়িদ রফিকুল হক
খেলনাগুলো যত্নে রেখো
আবার যদি খেলতে হয়!
মরণখেলায় জীবন যাবে
পাচ্ছো কেন একটু ভয়?
তোমরা অনেক খেলতে জানো
শিখছো শুধু মরণখেলা,
কাল সকালে দেখবে না আর
কুসুমরাঙা প্রভাতবেলা।
মানুষ মেরে ফুর্তি করে
খুলছো কত মদের বোতল!
পাপের ফলে দিনদুপুরে
তুমিও হবে এবার কতল।
মানুষমারার মরণখেলা
ছাড়বি কবে পাষাণপাজী?
নইলে তোরা নিজের পাপে
ধ্বংস হবি কালকে-আজি।
সাইয়িদ রফিকুল হক
০২/০৭/২০১৯
সাইয়িদ রফিকুল হক
খেলনাগুলো যত্নে রেখো
আবার যদি খেলতে হয়!
মরণখেলায় জীবন যাবে
পাচ্ছো কেন একটু ভয়?
তোমরা অনেক খেলতে জানো
শিখছো শুধু মরণখেলা,
কাল সকালে দেখবে না আর
কুসুমরাঙা প্রভাতবেলা।
মানুষ মেরে ফুর্তি করে
খুলছো কত মদের বোতল!
পাপের ফলে দিনদুপুরে
তুমিও হবে এবার কতল।
মানুষমারার মরণখেলা
ছাড়বি কবে পাষাণপাজী?
নইলে তোরা নিজের পাপে
ধ্বংস হবি কালকে-আজি।
সাইয়িদ রফিকুল হক
০২/০৭/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৭/০৭/২০১৯ত্বত্ত্ব কথা
-
জসিম বিন ইদ্রিস ০৪/০৭/২০১৯সমাজ থেকে ন্যায় বিচার হারিয়ে গেলে। ঊই পোকারা ঘুম কেড়ে নেবে এটাই স্বাভাবিক। গর্জে উঠো বাঙালি স্বাধীনতার দীপ্ত শপথে...
-
মোঃ মুসা খান ০৪/০৭/২০১৯কঠিন কথা, কবিতা ভালো লাগছে
-
সাইফ উদ্দিন সায়েম ০৩/০৭/২০১৯খুব ভালো লেগেছে পড়ে। ধন্যবাদ কবি