কদম আলীর রেলভ্রমণ
কদম আলীর রেলভ্রমণ
সাইয়িদ রফিকুল হক
রেলগাড়িটা ছুটছে ভীষণ
অজগরের মতো,
হিস হিস করে ছুটছে সে যে
পেটে ক্ষুধা কত!
গাছগুলো সব ছুটছে যেন
তেজী ঘোড়ার বেগে,
দমকা বাতাস জানলা গলে
কপাল ছুঁইছে রেগে!
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে
ছুটছে রেলের গাড়ি,
কদম আলী ভাবছে বসে
কখন ফিরবে বাড়ি?
দিন গড়িয়ে রাত পেরিয়ে
থামলো শেষে রেল,
কদম আলী বাসায় ফিরে
চাপলো কলিং বেল।
সাইয়িদ রফিকুল হক
০১/০৭/২০১৯
সাইয়িদ রফিকুল হক
রেলগাড়িটা ছুটছে ভীষণ
অজগরের মতো,
হিস হিস করে ছুটছে সে যে
পেটে ক্ষুধা কত!
গাছগুলো সব ছুটছে যেন
তেজী ঘোড়ার বেগে,
দমকা বাতাস জানলা গলে
কপাল ছুঁইছে রেগে!
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে
ছুটছে রেলের গাড়ি,
কদম আলী ভাবছে বসে
কখন ফিরবে বাড়ি?
দিন গড়িয়ে রাত পেরিয়ে
থামলো শেষে রেল,
কদম আলী বাসায় ফিরে
চাপলো কলিং বেল।
সাইয়িদ রফিকুল হক
০১/০৭/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোনালী বাড়ৈ ০৫/০৭/২০১৯শিশু-পাঠ্য হিসেবে বেশ ভালো।
-
সাইফ উদ্দিন সায়েম ০৩/০৭/২০১৯চমৎকার লিখনি। ছন্দে ছন্দে দারুন লেগেছে পড়তে
-
দীপঙ্কর বেরা ০২/০৭/২০১৯ভাল লেখা
দেহ বর্জিত প্রেম বিষয়ে মতামতের অপেক্ষায় থাকলাম।