বইপ্রকাশে
বইপ্রকাশে
সাইয়িদ রফিকুল হক
বইপ্রকাশের কথা বলে
চলছে ভীষণ ধান্দাবাজি,
ভণ্ডগুলো করছে এখন
প্রকাশনার কারসাজি!
বিদেশফেরত পয়সাওয়ালা
চাচ্ছে হতে কবি!
ভণ্ডগুলো প্রকাশনার
আঁকছে কত ছবি!
টাকার লোভে টাউটগুলো
ছাপছে কত অখাদ্য,
খাদ্যগুলো ছুঁড়ে ফেলে
বাজায় লোভের বাদ্য!
বইপ্রকাশে চলছে এখন
ভণ্ডগুলোর তেলেসমাতি,
অখাদ্য সব খেয়ে-দেয়ে
ভুগবে গোটা জাতি।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৬/২০১৯
সাইয়িদ রফিকুল হক
বইপ্রকাশের কথা বলে
চলছে ভীষণ ধান্দাবাজি,
ভণ্ডগুলো করছে এখন
প্রকাশনার কারসাজি!
বিদেশফেরত পয়সাওয়ালা
চাচ্ছে হতে কবি!
ভণ্ডগুলো প্রকাশনার
আঁকছে কত ছবি!
টাকার লোভে টাউটগুলো
ছাপছে কত অখাদ্য,
খাদ্যগুলো ছুঁড়ে ফেলে
বাজায় লোভের বাদ্য!
বইপ্রকাশে চলছে এখন
ভণ্ডগুলোর তেলেসমাতি,
অখাদ্য সব খেয়ে-দেয়ে
ভুগবে গোটা জাতি।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৬/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ০৩/০৭/২০১৯খুবই বাস্তব সত্য।চলমান পৃথিবীর এই নিয়ম- কারো কিছু গেলে কারো কিছু হবে।
-
শেখ ফারুক হোসেন ৩০/০৬/২০১৯বাস্তব কথা
-
সেখ আক্তার হোসেন ২৯/০৬/২০১৯ধন্যবাদ কবি, বাস্তব তুলে ধরার জন্য