মানুষের ক্ষুধা
মানুষের ক্ষুধা
সাইয়িদ রফিকুল হক
মানুষের এত ক্ষুধা! মিটে না কিছুতেই,
একটি ক্ষুধা মিটতে না মিটতে
শুরু হয় আরেক নতুন ক্ষুধা!
মানুষের ক্ষুধা মিটে না সহজে।
এই ক্ষুধার্ত মানুষের উন্মত্ততার ভিড়ে
হারিয়ে যায় আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি,
আজ হারিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসাও।
ক্ষুধার কাছে আত্মসমর্পণ করছে যুগের মানুষগুলো।
এত ক্ষুধা মানুষের! মিটে না কিছুতেই,
ক্ষুধার সামাজ্যে মানুষগুলো আজ পাশবিকতার ক্রীতদাস।
মানুষের কত ক্ষুধা! এত ক্ষুধা মানুষের!
কারও টাকার ক্ষুধা, কারও বাড়ি-গাড়ির বিরাট ক্ষুধা,
আবার কারও প্রবল কামের অনাকাঙ্ক্ষিত ক্ষুধা!
আবার কেউ ক্ষমতার লোভে দিশেহারা হয়ে ভয়ানক ক্ষুধার্ত!
আজ ক্ষুধার্ত মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে আসল মানুষগুলো।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৬/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মানুষের এত ক্ষুধা! মিটে না কিছুতেই,
একটি ক্ষুধা মিটতে না মিটতে
শুরু হয় আরেক নতুন ক্ষুধা!
মানুষের ক্ষুধা মিটে না সহজে।
এই ক্ষুধার্ত মানুষের উন্মত্ততার ভিড়ে
হারিয়ে যায় আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি,
আজ হারিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসাও।
ক্ষুধার কাছে আত্মসমর্পণ করছে যুগের মানুষগুলো।
এত ক্ষুধা মানুষের! মিটে না কিছুতেই,
ক্ষুধার সামাজ্যে মানুষগুলো আজ পাশবিকতার ক্রীতদাস।
মানুষের কত ক্ষুধা! এত ক্ষুধা মানুষের!
কারও টাকার ক্ষুধা, কারও বাড়ি-গাড়ির বিরাট ক্ষুধা,
আবার কারও প্রবল কামের অনাকাঙ্ক্ষিত ক্ষুধা!
আবার কেউ ক্ষমতার লোভে দিশেহারা হয়ে ভয়ানক ক্ষুধার্ত!
আজ ক্ষুধার্ত মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে আসল মানুষগুলো।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৬/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৯/০৭/২০১৯সুন্দর
-
সেখ আক্তার হোসেন ২৯/০৬/২০১৯বাহ.... সুন্দর
-
নাসরীন আক্তার রুবি ২৭/০৬/২০১৯চমৎকার প্রকাশ
-
মহিউদ্দিন রমজান ২৭/০৬/২০১৯সুন্দর লিখেছেন