ভালোবাসা কোথায় থাকে
ভালোবাসা কোথায় থাকে
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসা কোথায় থাকে?
পাই না খুঁজে তাকে!
যদি কেহ তার দেখা পাও
বলবে তাকে সবাই ডাকে।
কোথায় আছে ভালোবাসা?
কোথায় আছে তার ঘর?
সবখানে আজ শূন্যতার ফুল
সবাই শুধু ভীষণ পর!
সাইয়িদ রফিকুল হক
২৩/০৬/২০১৯
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসা কোথায় থাকে?
পাই না খুঁজে তাকে!
যদি কেহ তার দেখা পাও
বলবে তাকে সবাই ডাকে।
কোথায় আছে ভালোবাসা?
কোথায় আছে তার ঘর?
সবখানে আজ শূন্যতার ফুল
সবাই শুধু ভীষণ পর!
সাইয়িদ রফিকুল হক
২৩/০৬/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/০৬/২০১৯ভাল
-
মোঃ আবদুল্লাহ আল মামুন ২৬/০৬/২০১৯ভালো
-
তাবেরী ২৬/০৬/২০১৯বেশ ভাল,এত হিসেব না কষে মনকে মুক্ত রাখেন সুখ এমনি আসবে।
-
পি পি আলী আকবর ২৪/০৬/২০১৯ভালো
-
বিবেকানন্দ সামন্ত (বিশ্বামিত্র) ২৩/০৬/২০১৯ভালোবাসাকে খুঁজতে হয় না। অন্তরেই থাকে- তাকে বুঝতে হয় জীবন দিয়ে।কবিকে ধন্যবাদ।
-
ন্যান্সি দেওয়ান ২৩/০৬/২০১৯Sweet.