তোমার আমি বন্ধু হবো
তোমার আমি বন্ধু হবো
সাইয়িদ রফিকুল হক
তোমার আমি বন্ধু হবো
খুলবো ফুলের ডালি,
হৃৎবাগানে ফুল ফুটিয়ে
হবো মনের মালি।
হিংসাগুলো কবর দিয়ে
করবো হাসির গান,
ভালোবাসার বন্ধু হয়ে
করবো নাকো ভান।
তোমার আমি বন্ধু হবো
করবো নাতো ক্ষতি,
ভালোবাসায় রাখবো ধরে
মনের মতিগতি।
সাইয়িদ রফিকুল হক
২১/০৬/২০১৯
সাইয়িদ রফিকুল হক
তোমার আমি বন্ধু হবো
খুলবো ফুলের ডালি,
হৃৎবাগানে ফুল ফুটিয়ে
হবো মনের মালি।
হিংসাগুলো কবর দিয়ে
করবো হাসির গান,
ভালোবাসার বন্ধু হয়ে
করবো নাকো ভান।
তোমার আমি বন্ধু হবো
করবো নাতো ক্ষতি,
ভালোবাসায় রাখবো ধরে
মনের মতিগতি।
সাইয়িদ রফিকুল হক
২১/০৬/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হুসাইন দিলাওয়ার ২৬/০৬/২০১৯বাহ!
-
মোঃ আবদুল্লাহ আল মামুন ২৬/০৬/২০১৯অসাধারণ
-
পি পি আলী আকবর ২৪/০৬/২০১৯সুন্দর
-
বিশ্বামিত্র ২৩/০৬/২০১৯ভালোবাসাকে কোন সম্বোধন দিয়ে বাঁধা যায় না।সৎ ইচ্ছার প্রকাশ খুব ভালো লাগল।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৬/২০১৯চমৎকার