মন কাঁদে না
মন কাঁদে না
সাইয়িদ রফিকুল হক
মন কাঁদে না তবুও তোমার
চোখে কেন জল!
লোকদেখানো প্রেমকলাতে
কেন এত ছল?
ভালোবাসার জাতটা এখন
গেছে ভীষণ পচে,
লাভ হবে না অমর কাব্য
আর ক’খানা রচে।
মন কাঁদে না তবুও তোমার
কতরকম ছল,
এই দুনিয়ায় দেখছি শুধু
নানান জাতের খল।
সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মন কাঁদে না তবুও তোমার
চোখে কেন জল!
লোকদেখানো প্রেমকলাতে
কেন এত ছল?
ভালোবাসার জাতটা এখন
গেছে ভীষণ পচে,
লাভ হবে না অমর কাব্য
আর ক’খানা রচে।
মন কাঁদে না তবুও তোমার
কতরকম ছল,
এই দুনিয়ায় দেখছি শুধু
নানান জাতের খল।
সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৩/০৬/২০১৯সাহসী কবিতা।ষ্পষ্ট ভাষায় সত্যের ঘোষনা।
-
মল্লিকা রায় ২১/০৬/২০১৯ভালো লাগল॥ ভালো থাকবেন।
-
আব্দুল হক ২১/০৬/২০১৯সুন্দর লিখেছেন।
-
মোজাহিদুর ইসলাম ইমন ২১/০৬/২০১৯বেশ
-
আনাস খান ২১/০৬/২০১৯ভাল লেগেছে
-
নাসরীন আক্তার রুবি ২০/০৬/২০১৯চমৎকার