আবদ্ধ মন
আবদ্ধ মন
সাইয়িদ রফিকুল হক
জ্ঞানের আলোয় ভরে উঠেছে
চারিদিকের সজীব পরিবেশ,
তবুও গলেনি তোমার চেতনার বরফ!
হৃদয়পাহাড়ে তোমার ছুঁয়ে গেছে কত বসন্ত!
তবুও ফুল ফোটেনি একটু ভালোবাসার!
পৃথিবীর এত আলো এত ভালোবাসা দেখেও
তোমার হৃদয়মণিকোঠরে জাগেনি প্রেম!
তোমার হৃদয়যন্ত্র এখনও আবদ্ধ হয়ে আছে
সংকীর্ণ শস্যদানার অদ্ভুত এক বেড়াজালে।
তুমি মানুষ নও, হয়তো কোনো এক প্রস্তরখণ্ড,
আর তোমার হৃদয় আফ্রিকার কোনো কয়লার খনি!
সাইয়িদ রফিকুল হক
১৭/০৬/২০১৯
সাইয়িদ রফিকুল হক
জ্ঞানের আলোয় ভরে উঠেছে
চারিদিকের সজীব পরিবেশ,
তবুও গলেনি তোমার চেতনার বরফ!
হৃদয়পাহাড়ে তোমার ছুঁয়ে গেছে কত বসন্ত!
তবুও ফুল ফোটেনি একটু ভালোবাসার!
পৃথিবীর এত আলো এত ভালোবাসা দেখেও
তোমার হৃদয়মণিকোঠরে জাগেনি প্রেম!
তোমার হৃদয়যন্ত্র এখনও আবদ্ধ হয়ে আছে
সংকীর্ণ শস্যদানার অদ্ভুত এক বেড়াজালে।
তুমি মানুষ নও, হয়তো কোনো এক প্রস্তরখণ্ড,
আর তোমার হৃদয় আফ্রিকার কোনো কয়লার খনি!
সাইয়িদ রফিকুল হক
১৭/০৬/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ১৮/০৬/২০১৯শুভকামনা
-
আনাস খান ১৭/০৬/২০১৯সুন্দর উপস্থাপনা
-
সেখ আক্তার হোসেন ১৭/০৬/২০১৯কবি খনিতে বহু মূল্য হিরে ঠিক মিলে যাবে