সত্য কথার ভাত নাই
সত্য কথার ভাত নাই
সাইয়িদ রফিকুল হক
সত্য কথার ভাত নাই,
খাঁটি কথার দাম নাই,
মিথ্যা কথার জুড়ি নাই!
ভালো লোকের দাম নাই,
সৎলোকের মান নাই,
ঘুষখোরের ভয় নাই!
ধর্ষকের শাস্তি নাই,
ভণ্ডদের ভাবনা নাই,
খুনীদের চিন্তা নাই!
বিবেকবানের মূল্য নাই,
দেশপ্রেমিকের সম্মান নাই,
শয়তানের লজ্জা নাই!
সত্যবাদীর ভাত নাই,
মিথ্যাবাদীর ভাতের অভাব নাই,
শয়তানের কোনো শাস্তি নাই!
সাইয়িদ রফিকুল হক
১৪/০৬/২০১৯
সাইয়িদ রফিকুল হক
সত্য কথার ভাত নাই,
খাঁটি কথার দাম নাই,
মিথ্যা কথার জুড়ি নাই!
ভালো লোকের দাম নাই,
সৎলোকের মান নাই,
ঘুষখোরের ভয় নাই!
ধর্ষকের শাস্তি নাই,
ভণ্ডদের ভাবনা নাই,
খুনীদের চিন্তা নাই!
বিবেকবানের মূল্য নাই,
দেশপ্রেমিকের সম্মান নাই,
শয়তানের লজ্জা নাই!
সত্যবাদীর ভাত নাই,
মিথ্যাবাদীর ভাতের অভাব নাই,
শয়তানের কোনো শাস্তি নাই!
সাইয়িদ রফিকুল হক
১৪/০৬/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/০৬/২০১৯দারুণ ভাবনা
-
নাসরীন আক্তার রুবি ১৫/০৬/২০১৯সুন্দর লেখা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৬/২০১৯Copy
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৬/২০১৯Nice