কিছুই ভালো নাই
কিছুই ভালো নাই
সাইয়িদ রফিকুল হক
ঘর ভালো নাই,
স্বজন ভালো নাই,
মন ভালো নাই,
আপন কেহ নাই,
সবাই যেন পর!
কিছুই ভালো নাই।
একটা মাঠ ছিল,
আপন ছিল খুব,
মাঠখানি এখন...
শুয়োরের দখলে,
সব কেড়ে নিয়েছে,
একটুখানি নিঃশ্বাস
ফেলবার মতো আজ
কোনো জায়গা অবশিষ্ট নাই!
সবখানে এখন আজ আমরা
ভয়ানক পাশবিকতার শিকার,
আমাদের আপন কেহ নাই,
সবাই যেন আজ খুব পর!
আমাদের কিছুই ভালো নাই।
দিন ভালো নাই,
রাত ভালো নাই,
দুপুরটাও ভালো নাই,
একখণ্ড বিকাল ভালো নাই,
সন্ধ্যাটাও ভালো নাই!
আজ আপন কেহ নাই,
সবাই যেন খুব বেশি পর!
আজ আমাদের কিছুই ভালো নাই।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৬/২০১৯
সাইয়িদ রফিকুল হক
ঘর ভালো নাই,
স্বজন ভালো নাই,
মন ভালো নাই,
আপন কেহ নাই,
সবাই যেন পর!
কিছুই ভালো নাই।
একটা মাঠ ছিল,
আপন ছিল খুব,
মাঠখানি এখন...
শুয়োরের দখলে,
সব কেড়ে নিয়েছে,
একটুখানি নিঃশ্বাস
ফেলবার মতো আজ
কোনো জায়গা অবশিষ্ট নাই!
সবখানে এখন আজ আমরা
ভয়ানক পাশবিকতার শিকার,
আমাদের আপন কেহ নাই,
সবাই যেন আজ খুব পর!
আমাদের কিছুই ভালো নাই।
দিন ভালো নাই,
রাত ভালো নাই,
দুপুরটাও ভালো নাই,
একখণ্ড বিকাল ভালো নাই,
সন্ধ্যাটাও ভালো নাই!
আজ আপন কেহ নাই,
সবাই যেন খুব বেশি পর!
আজ আমাদের কিছুই ভালো নাই।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৬/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোজাহিদুর ইসলাম ইমন ২১/০৬/২০১৯সুন্দর
-
আনাস খান ১৩/০৬/২০১৯অসাধারণ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/০৬/২০১৯সৃষ্টিকর্তাই একমাত্র আপন।