অবাক চিত্র
অবাক চিত্র
সাইয়িদ রফিকুল হক
আকাশে মেঘ
তবুও নেই বৃষ্টি!
দেখতে ভালো
তবুও কথা নয় মিষ্টি।
জগতে আজ
ভেজাল দেখি সবখানে,
মন্দলোককে
সবাই কাছে টানে!
টাকার জোরে
অনেকে হয় বড়!
টাকা না থাকলে
সবাই বলে সরো।
আলো থাকতে
অনেকে থাকে অন্ধকারে!
সত্য বললে
তুমি যাবে সোজা কারাগারে।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০১৯
সাইয়িদ রফিকুল হক
আকাশে মেঘ
তবুও নেই বৃষ্টি!
দেখতে ভালো
তবুও কথা নয় মিষ্টি।
জগতে আজ
ভেজাল দেখি সবখানে,
মন্দলোককে
সবাই কাছে টানে!
টাকার জোরে
অনেকে হয় বড়!
টাকা না থাকলে
সবাই বলে সরো।
আলো থাকতে
অনেকে থাকে অন্ধকারে!
সত্য বললে
তুমি যাবে সোজা কারাগারে।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৪/১০/২০১৯সু ন্দ র ...
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/০৬/২০১৯বাস্তবতার আলোক অবাক চিত্র ভাল লাগলো।
ধন্যবাদ কবিকে সুন্দর কবিতার জন্য। -
নাসরীন আক্তার রুবি ০৯/০৬/২০১৯অবাক চিত্র আসলেই অবাক করে দিল।বেশ হয়েছে কবিতাটি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/০৬/২০১৯Nice
-
আজনাদ মুন ০৯/০৬/২০১৯ভালো লিখেছেন