শুধু একদিনের আনন্দে
শুধু একদিনের আনন্দে
সাইয়িদ রফিকুল হক
শুধু একদিনের আনন্দে
এত আয়োজন এত উৎসাহ
কর বন্ধু কর প্রশমিত,
নইলে তোমার সারাজীবনের
সকল পুণ্যরাশি অকালে
হবে বন্ধু হবে স্তিমিত।
একদিনের ঈদের জন্য
কেন করছো এত ছুটাছুটি?
কেন তোমার এত বাড়াবাড়ি?
তোমার যাকিছু আছে তা-ই নিয়ে
নীরবে বসে থাকো তাড়াতাড়ি।
শুধু নিজের কথা ভাবলে তুমি!
অপরে বসে রইলো নিঃস্ব নদীর কূলে,
তুমি কেমন করে হবে মুসলমান!
একদিনের ঈদের জন্য
শুধু নিজের সুখশান্তি খোঁজার চেষ্টা
আজ থেকে কর বন্ধু কর অবসান।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৬/২০১৯
সাইয়িদ রফিকুল হক
শুধু একদিনের আনন্দে
এত আয়োজন এত উৎসাহ
কর বন্ধু কর প্রশমিত,
নইলে তোমার সারাজীবনের
সকল পুণ্যরাশি অকালে
হবে বন্ধু হবে স্তিমিত।
একদিনের ঈদের জন্য
কেন করছো এত ছুটাছুটি?
কেন তোমার এত বাড়াবাড়ি?
তোমার যাকিছু আছে তা-ই নিয়ে
নীরবে বসে থাকো তাড়াতাড়ি।
শুধু নিজের কথা ভাবলে তুমি!
অপরে বসে রইলো নিঃস্ব নদীর কূলে,
তুমি কেমন করে হবে মুসলমান!
একদিনের ঈদের জন্য
শুধু নিজের সুখশান্তি খোঁজার চেষ্টা
আজ থেকে কর বন্ধু কর অবসান।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৬/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৭/০৬/২০১৯দারুণ
-
তাবেরী ০৬/০৬/২০১৯বেশ ভাবনা।