লেবাসধারী পশুগুলো
লেবাসধারী পশুগুলো
সাইয়িদ রফিকুল হক
লেবাসধারী পশুগুলো
চিনছে শুধু টাকা,
পকেটভারী হলেও ওদের
হৃদয়টা যে ফাঁকা!
ঈমান বলো ইলেম বলো
কিছুই তো নাই ওদের,
চাপাবাজি আর ভণ্ডামি
সম্বল এইসব বদের।
চারিপাশে ভণ্ডগুলোর
চলছে বিরাট জলসা,
মূর্খগুলো অন্ধ হয়ে
দেখছে শুধু তামাশা।
লেবাসধারী পশুগুলো
করছে কত অভিনয়!
এই পশুদের বাড়াবাড়ি
প্রাণে আর কত সয়?
শিকড়সুদ্ধ উপড়ে ফেল
লেবাসধারী পশুদের,
বাংলাদেশে রয় না যেন
একটা পোনা বদের।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৫/২০১৯
সাইয়িদ রফিকুল হক
লেবাসধারী পশুগুলো
চিনছে শুধু টাকা,
পকেটভারী হলেও ওদের
হৃদয়টা যে ফাঁকা!
ঈমান বলো ইলেম বলো
কিছুই তো নাই ওদের,
চাপাবাজি আর ভণ্ডামি
সম্বল এইসব বদের।
চারিপাশে ভণ্ডগুলোর
চলছে বিরাট জলসা,
মূর্খগুলো অন্ধ হয়ে
দেখছে শুধু তামাশা।
লেবাসধারী পশুগুলো
করছে কত অভিনয়!
এই পশুদের বাড়াবাড়ি
প্রাণে আর কত সয়?
শিকড়সুদ্ধ উপড়ে ফেল
লেবাসধারী পশুদের,
বাংলাদেশে রয় না যেন
একটা পোনা বদের।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৫/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ১২/০৬/২০১৯সবতো সহজ নয় কবি