খুন-ধর্ষণ বন্ধ হোক
খুন-ধর্ষণ বন্ধ হোক
সমাজের এই অনাচার আর সহ্য হয় না। চারিদিকে শুধু খুন-ধর্ষণের খবর। এসব শুনতে আর ভালো লাগছে না।
মানুষ কখনো মানুষকে খুন করতে পারে না। মানুষ কখনো নারীধর্ষণ করতে পারে না। এসব পশুদের অপকর্ম। এসব পাশবিকতা কোনো মানুষের পক্ষে কখনো সম্বব নয়।
যারা মানুষ খুন করছে, নারীধর্ষণ করছে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে?
রাষ্ট্রের কাছে নিবেদন: এই খুন-ধর্ষণ চিরতরে বন্ধ হোক।
সমাজের এই অনাচার আর সহ্য হয় না। চারিদিকে শুধু খুন-ধর্ষণের খবর। এসব শুনতে আর ভালো লাগছে না।
মানুষ কখনো মানুষকে খুন করতে পারে না। মানুষ কখনো নারীধর্ষণ করতে পারে না। এসব পশুদের অপকর্ম। এসব পাশবিকতা কোনো মানুষের পক্ষে কখনো সম্বব নয়।
যারা মানুষ খুন করছে, নারীধর্ষণ করছে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে?
রাষ্ট্রের কাছে নিবেদন: এই খুন-ধর্ষণ চিরতরে বন্ধ হোক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ১৬/০৪/২০২১সহমত
-
নাসরীন আক্তার রুবি ২৪/০৫/২০১৯সহমত
-
কামরুজ্জামান সাদ ২৪/০৫/২০১৯যেকোন একটা শ্রেণি বেড়ে ওঠে তখনই যখন তাদেরকে শক্তিশালী কোন গোষ্ঠী আশ্রয় দেয়।