আর ভালো লাগে না
আর ভালো লাগে না
চারিদিকে ধর্ষণের খবর। আর ভালো লাগে না। এসব শুনতে মনে চায় না।
সমাজটা আজ কোথায় যাচ্ছে! মানুষের মধ্যে নীতি-নৈতিকতা বিসর্জন দেওয়ার প্রবণতা খুব বেশি বেড়ে গিয়েছে। মানুষ এখন মানুষ নাই। কেমন করে যেন সব অমানুষ হয়ে যাচ্ছে!
ছয়মাসের শিশু থেকে আজ ৭০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে! কী লজ্জার বিষয়! মানুষ কোথায়? সমাজে এসব নিয়ে বাদপ্রতিবাদ হচ্ছে। কিন্তু ফলাফল শূন্যের কোঠায়। একশ্রেণীর অমানুষ প্রতিনিয়ত-নিয়মিত ধর্ষণ করেই চলেছে! এভাবে চলতে থাকলে সমাজ উচ্ছন্নে যাবে। তার আগেই এর একটা বিহিত করা উচিত। কিন্তু করবে কে? এব্যাপারে কার ওপরে আস্থা রাখা যায়?
চারিদিকে ধর্ষণের খবর। আর ভালো লাগে না। এসব শুনতে মনে চায় না।
সমাজটা আজ কোথায় যাচ্ছে! মানুষের মধ্যে নীতি-নৈতিকতা বিসর্জন দেওয়ার প্রবণতা খুব বেশি বেড়ে গিয়েছে। মানুষ এখন মানুষ নাই। কেমন করে যেন সব অমানুষ হয়ে যাচ্ছে!
ছয়মাসের শিশু থেকে আজ ৭০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে! কী লজ্জার বিষয়! মানুষ কোথায়? সমাজে এসব নিয়ে বাদপ্রতিবাদ হচ্ছে। কিন্তু ফলাফল শূন্যের কোঠায়। একশ্রেণীর অমানুষ প্রতিনিয়ত-নিয়মিত ধর্ষণ করেই চলেছে! এভাবে চলতে থাকলে সমাজ উচ্ছন্নে যাবে। তার আগেই এর একটা বিহিত করা উচিত। কিন্তু করবে কে? এব্যাপারে কার ওপরে আস্থা রাখা যায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ২৩/০৫/২০১৯ধিক্কার জানাই নরপশুদের