ঠুনকো কথায়
ঠুনকো কথায়
সাইয়িদ রফিকুল হক
মন ভরে না ঠুনকো কথায়
মন যে আসল চায়,
মিষ্টিকথায় ভালোবেসে
হাঁটবে নিজের পায়।
বুকের ভিতর রাখবে তোমার
আশার বিরাট ভাণ্ড,
দেখবে তখন ঘটবে না আর
খাপছাড়া সব কাণ্ড!
ঠুনকো কথার ব্যবসা ছেড়ে
ধরো এবার সত্য-রশি,
সমাজদেহে আসবে নেমে
নীলআকাশের শশী।
ভালোবাসার বিশ্বটাকে
দেখছো কেন ঠুনকোভাবে?
পরিবর্তন তাই আনতে হবে
মানবদেহের স্বভাবে।
ঠুনকো কথার লাগাম টেনে
ধরো সবাই কষে,
সত্য-সুন্দর জীবন গড়তে
কেউ থেকো না বসে।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৫/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মন ভরে না ঠুনকো কথায়
মন যে আসল চায়,
মিষ্টিকথায় ভালোবেসে
হাঁটবে নিজের পায়।
বুকের ভিতর রাখবে তোমার
আশার বিরাট ভাণ্ড,
দেখবে তখন ঘটবে না আর
খাপছাড়া সব কাণ্ড!
ঠুনকো কথার ব্যবসা ছেড়ে
ধরো এবার সত্য-রশি,
সমাজদেহে আসবে নেমে
নীলআকাশের শশী।
ভালোবাসার বিশ্বটাকে
দেখছো কেন ঠুনকোভাবে?
পরিবর্তন তাই আনতে হবে
মানবদেহের স্বভাবে।
ঠুনকো কথার লাগাম টেনে
ধরো সবাই কষে,
সত্য-সুন্দর জীবন গড়তে
কেউ থেকো না বসে।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৫/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌবর্ণ বাঁধন ২০/০৫/২০১৯সুন্দর
-
নাসরীন আক্তার রুবি ২০/০৫/২০১৯চমৎকার লিখেছেন,পড়ে ভালো লাগলো।শুভকামনা নিরন্তর।