আজব দেশের আজব কথা
আজব দেশের আজব কথা
সাইয়িদ রফিকুল হক
আজব দেশের আজব কথা
বলতে লাগে ভয়,
কখন যেন গ্রেফতারিটার
হুকুম নাজিল হয়!
দুষ্টলোকে বুক ফুলিয়ে
বেড়ায় কত সুখে,
ভালোমানুষ বন্দীদশায়
হাসি নাই যে মুখে!
আজব দেশের কুকুরগুলো
বসছে বিরাট পদে,
মানুষগুলো কোণঠাসা যে
হারামখোরের ফাঁদে!
ভদ্রলোকে পায় না কিছু
খাচ্ছে সবই শুয়োর!
মুখোশধারী প্রাণী আছে
মানুষ কোথায় পিওর?
আজব দেশের আজব কথা
বলতে লাগে ভয়,
সত্য কথা জালিমশাহীর
কখনো না সয়।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৫/২০১৯
সাইয়িদ রফিকুল হক
আজব দেশের আজব কথা
বলতে লাগে ভয়,
কখন যেন গ্রেফতারিটার
হুকুম নাজিল হয়!
দুষ্টলোকে বুক ফুলিয়ে
বেড়ায় কত সুখে,
ভালোমানুষ বন্দীদশায়
হাসি নাই যে মুখে!
আজব দেশের কুকুরগুলো
বসছে বিরাট পদে,
মানুষগুলো কোণঠাসা যে
হারামখোরের ফাঁদে!
ভদ্রলোকে পায় না কিছু
খাচ্ছে সবই শুয়োর!
মুখোশধারী প্রাণী আছে
মানুষ কোথায় পিওর?
আজব দেশের আজব কথা
বলতে লাগে ভয়,
সত্য কথা জালিমশাহীর
কখনো না সয়।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৫/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৮/০৫/২০১৯সঠিক
-
নাসরীন আক্তার রুবি ১৮/০৫/২০১৯কোথাও পিওর নেই।ভালো লাগলো।