দুঃখ ভুলে যাও
দুঃখ ভুলে যাও
সাইয়িদ রফিকুল হক
দুঃখ যদি মনে কর
দুঃখ তোমার বাড়বে আরও,
তারচে ভালো দুঃখ ভুলে
তুমি বন্ধু আগে বাড়ও।
এই জীবনে দুঃখ ভুলে
গড় নতুন আরেক জীবন,
নইলে তুমি বেঁচে থাকতে
হবে তোমার কঠিন মরণ!
দুঃখগুলো বিষধর যে
সময়-সময় মারবে ছোবল,
বুকের ভিতর আগুন ছড়ায়
করবে শুধু ভীষণ কোন্দল।
তারচে ভালো দুঃখ ভুলে
নতুন মানুষ হও রে বন্ধু,
এই জীবনে দুঃখ-শত্রু
নতুন দুঃখ বাড়ায় শুধু।
দুঃখ যদি মনে কর
দুঃখ তোমায় খাবে গিলে,
সবচে ভালো এসো বন্ধু
দুঃখ তাড়াই সবাই মিলে।
সাইয়িদ রফিকুল হক
১৬/০৫/২০১৯
সাইয়িদ রফিকুল হক
দুঃখ যদি মনে কর
দুঃখ তোমার বাড়বে আরও,
তারচে ভালো দুঃখ ভুলে
তুমি বন্ধু আগে বাড়ও।
এই জীবনে দুঃখ ভুলে
গড় নতুন আরেক জীবন,
নইলে তুমি বেঁচে থাকতে
হবে তোমার কঠিন মরণ!
দুঃখগুলো বিষধর যে
সময়-সময় মারবে ছোবল,
বুকের ভিতর আগুন ছড়ায়
করবে শুধু ভীষণ কোন্দল।
তারচে ভালো দুঃখ ভুলে
নতুন মানুষ হও রে বন্ধু,
এই জীবনে দুঃখ-শত্রু
নতুন দুঃখ বাড়ায় শুধু।
দুঃখ যদি মনে কর
দুঃখ তোমায় খাবে গিলে,
সবচে ভালো এসো বন্ধু
দুঃখ তাড়াই সবাই মিলে।
সাইয়িদ রফিকুল হক
১৬/০৫/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২১/০৮/২০১৯ঠিক আছে , দুঃখ ভুলে গেলাম ।
-
নাসরীন আক্তার রুবি ১৬/০৫/২০১৯মুগ্ধ হলাম কবিতা পাঠে