দিনকাল ভালো নাইরে
দিনকাল ভালো নাইরে
সাইয়িদ রফিকুল হক
দেশের জন্য জীবনভরে
মরছে যারা ভীষণ খেটে,
তারা থাকে অনাহারে
টাউটগুলো সুখে ভাসে
সুখসাগরে সাঁতার কেটে!
ভণ্ডগুলোর সুনাম বেশি
তাদের মুখে মধুর হাসি,
ভালোমানুষ পায় না সম্মান
হবে বুঝি তাদের ফাঁসি!
দেশটা বুঝি যাবে এবার
কঠিনতম রসাতলে,
সবাই এখন চায় পদবী
ছলে-বলে-কৌশলে!
মন্দলোকের পসার বেশি
তাদের কত রঙ্গবন্ধু,
ভালোমানুষ লোকনিন্দার
ভাগী হবে শুধু-শুধু।
দিনকালটা যে ভালো নাইরে
থাকো সবাই সাবধানে,
নইলে তুমি সত্য বললে
আসন হবে গোরস্থানে!
সাইয়িদ রফিকুল হক
১৩/০৫/২০১৯
সাইয়িদ রফিকুল হক
দেশের জন্য জীবনভরে
মরছে যারা ভীষণ খেটে,
তারা থাকে অনাহারে
টাউটগুলো সুখে ভাসে
সুখসাগরে সাঁতার কেটে!
ভণ্ডগুলোর সুনাম বেশি
তাদের মুখে মধুর হাসি,
ভালোমানুষ পায় না সম্মান
হবে বুঝি তাদের ফাঁসি!
দেশটা বুঝি যাবে এবার
কঠিনতম রসাতলে,
সবাই এখন চায় পদবী
ছলে-বলে-কৌশলে!
মন্দলোকের পসার বেশি
তাদের কত রঙ্গবন্ধু,
ভালোমানুষ লোকনিন্দার
ভাগী হবে শুধু-শুধু।
দিনকালটা যে ভালো নাইরে
থাকো সবাই সাবধানে,
নইলে তুমি সত্য বললে
আসন হবে গোরস্থানে!
সাইয়িদ রফিকুল হক
১৩/০৫/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৫/০৫/২০১৯Beautiful.
-
নাসরীন আক্তার রুবি ১৩/০৫/২০১৯ভালো লিখেছেন।