জীবনের ফুল শুকিয়ে যায়
জীবনের ফুল শুকিয়ে যায়
সাইয়িদ রফিকুল হক
শুকনো রুটির মতো শুকিয়ে যায় জীবনের ফুল,
এত দুঃখ, এত কষ্ট—ঝরে যায় না তবুও ভুল!
এই জীবনে কত যে ভুল বেঁধেছে আজ বিরাট বাসা,
মরুভূমির দাবদাহে ঝরে পড়ে ভালোবাসা।
জীবনের এই ভুলটুল দেখে ভাবি শুধু মনে,
জীবনের ফুল শুকিয়ে যায় অকালে সব নির্ধনে।
অর্থ যতই তুচ্ছ ভাবি—অর্থই আজ সব,
অর্থ ছাড়া সৎকার হয় না আজকে কারও শব!
কত যত্নের ভালোবাসা মরে গেছে সেই কবে,
অর্থাভাবে জীবনের ফুল ঝরে গেল সবে!
এ-জগতে মুখে-মুখে সবাই বলে—অর্থ কিছু নয়,
পাছে দেখি অর্থ দিয়েই এ-জগতের সবকিছু হয়!
কা’রে আজকে মনের দুঃখে করবো একটু দোষী?
নিজের ভুলে ঝরে গেল জীবনের ফুল ষোড়শী!
শুকনো রুটির মতো ঝরে যাবে জীবন একদিন,
বিশ্বলোকে রয়ে যাবে সব মানুষের ভালোবাসার ঋণ।
সাইয়িদ রফিকুল হক
১১/০৫/২০১৯
সাইয়িদ রফিকুল হক
শুকনো রুটির মতো শুকিয়ে যায় জীবনের ফুল,
এত দুঃখ, এত কষ্ট—ঝরে যায় না তবুও ভুল!
এই জীবনে কত যে ভুল বেঁধেছে আজ বিরাট বাসা,
মরুভূমির দাবদাহে ঝরে পড়ে ভালোবাসা।
জীবনের এই ভুলটুল দেখে ভাবি শুধু মনে,
জীবনের ফুল শুকিয়ে যায় অকালে সব নির্ধনে।
অর্থ যতই তুচ্ছ ভাবি—অর্থই আজ সব,
অর্থ ছাড়া সৎকার হয় না আজকে কারও শব!
কত যত্নের ভালোবাসা মরে গেছে সেই কবে,
অর্থাভাবে জীবনের ফুল ঝরে গেল সবে!
এ-জগতে মুখে-মুখে সবাই বলে—অর্থ কিছু নয়,
পাছে দেখি অর্থ দিয়েই এ-জগতের সবকিছু হয়!
কা’রে আজকে মনের দুঃখে করবো একটু দোষী?
নিজের ভুলে ঝরে গেল জীবনের ফুল ষোড়শী!
শুকনো রুটির মতো ঝরে যাবে জীবন একদিন,
বিশ্বলোকে রয়ে যাবে সব মানুষের ভালোবাসার ঋণ।
সাইয়িদ রফিকুল হক
১১/০৫/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৭/০৫/২০১৯ভালো
-
নাসরীন আক্তার রুবি ১৩/০৫/২০১৯ভালো লাগলো।