এখানে গরমের খুব প্রতাপ
এখানে গরমের খুব প্রতাপ
সাইয়িদ রফিকুল হক
এখানে এখন গরমের খুব আনাগোনা,
মানুষগুলো কেমন যেন ঝিমিয়ে পড়েছে!
তারউপরে আবার এসেছে রোজা,
মানুষের চরম নাভিঃশ্বাস অবস্থা!
কোথাও যেন স্বস্তির বাতাস নাই
এতটুকু শান্তি মেলে না আজ কোথাও।
প্রতাপশালী গরমরাজার দাপটে
অসহায় মানুষগুলো অফিসে যায় প্রাণহীন দেহে,
মানুষের দেহ ঘেমে-নেয়ে একাকার!
মাহে রমজানে আর কত গরম সইবো প্রভু?
সারাদিনশেষে মানুষগুলো ক্লান্ত হয়ে
ফিরে যায় শান্তির প্রত্যাশায় যে যার ঘরে,
নতুন করে বাঁচার আশায় সবাই যেন
জোর করে মুখে হাসি এনে দলবেঁধে বসে খাবার টেবিলে।
দিনশেষে খাবারের কিছুই ভালো লাগে না মানুষের,
তবুও দিনভর কত খাবারের আয়োজন মানুষের!
এতকিছুর পরও যেন মুখে ঢোকে না কোনোকিছুই!
সারাদিন পরে অবসন্ন শরীরে মানুষের মুখে ফোটে কমনীয় হাসি,
দিনশেষে অনেকরকম মুখরোচক খাবারের ভিড়ে
মানুষের ভালো লাগে শুধু লেবুর ঘ্রাণযুক্ত ঠাণ্ডাশীতল জল!
মানুষের দেহ ছটফট করে শুধু একটুকু ঠাণ্ডাশীতল জলের জন্য।
এই ঠাণ্ডাশীতল জল আজ দুঃখীমানুষের বেঁচে থাকার অবলম্বন।
সাইয়িদ রফিকুল হক
৮/০৫/২০১৯
সাইয়িদ রফিকুল হক
এখানে এখন গরমের খুব আনাগোনা,
মানুষগুলো কেমন যেন ঝিমিয়ে পড়েছে!
তারউপরে আবার এসেছে রোজা,
মানুষের চরম নাভিঃশ্বাস অবস্থা!
কোথাও যেন স্বস্তির বাতাস নাই
এতটুকু শান্তি মেলে না আজ কোথাও।
প্রতাপশালী গরমরাজার দাপটে
অসহায় মানুষগুলো অফিসে যায় প্রাণহীন দেহে,
মানুষের দেহ ঘেমে-নেয়ে একাকার!
মাহে রমজানে আর কত গরম সইবো প্রভু?
সারাদিনশেষে মানুষগুলো ক্লান্ত হয়ে
ফিরে যায় শান্তির প্রত্যাশায় যে যার ঘরে,
নতুন করে বাঁচার আশায় সবাই যেন
জোর করে মুখে হাসি এনে দলবেঁধে বসে খাবার টেবিলে।
দিনশেষে খাবারের কিছুই ভালো লাগে না মানুষের,
তবুও দিনভর কত খাবারের আয়োজন মানুষের!
এতকিছুর পরও যেন মুখে ঢোকে না কোনোকিছুই!
সারাদিন পরে অবসন্ন শরীরে মানুষের মুখে ফোটে কমনীয় হাসি,
দিনশেষে অনেকরকম মুখরোচক খাবারের ভিড়ে
মানুষের ভালো লাগে শুধু লেবুর ঘ্রাণযুক্ত ঠাণ্ডাশীতল জল!
মানুষের দেহ ছটফট করে শুধু একটুকু ঠাণ্ডাশীতল জলের জন্য।
এই ঠাণ্ডাশীতল জল আজ দুঃখীমানুষের বেঁচে থাকার অবলম্বন।
সাইয়িদ রফিকুল হক
৮/০৫/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ০৯/০৫/২০১৯সুন্দর