কাউকে কিছু বলি না ২
কাউকে কিছু বলি না ২
মানুষগুলো এখন দিন-দিন কেমন করে যেন খুব বেশি হিংস্র হয়ে উঠছে। খুব অল্পতেই মানুষ এখন রেগে যায়। আর এই মানুষগুলোর এখন খুব ইগো। এরা নিজেদের খুব বড় ভাবে।
অনেকে টাকাপয়সাটাকেই খুব বড় করে দেখে। এই মানুষ-নামের জীবগুলো আরও বড়সড় পশু। এই পশুদের কখনো বোধোদয় হবে না। আমাদের চারপাশে এখন কতরকমের পশু যে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ইয়ত্তা নাই।
কাউকে এখন সহজে বন্ধু ভাবা যায় না। বন্ধু এখন বন্ধুর বুকে-পিঠে ছুরি মারে! মানুষ এখন বন্ধু বানাবে কাকে? কাউকে বন্ধু ভেবে যে কেউ দুটো কথা বলবে তারও জো নাই। সবাই এখন নিজেকে খুব বড় পণ্ডিত ভাবে। এদের ভিড়ে কারও সঙ্গে মন খুলে কথা বলার কোনো সুযোগ নাই।
ভালো কথা বললেও আজকাল একশ্রেণীর মানুষ তার ভুল বোঝে। ভালো কোনোকিছুকে গ্রহণ করার মানসিকতা খুব কম মানুষের আছে। সবখানে একশ্রেণীর অমানুষ নিজেদের লোভ ও লাভের স্বার্থ ছাড়া আর-কিছু দেখতে পাচ্ছে না। এই মানুষগুলোর সঙ্গে এখন কোনো কথা বলা যায় না।
মানুষগুলো এখন দিন-দিন কেমন করে যেন খুব বেশি হিংস্র হয়ে উঠছে। খুব অল্পতেই মানুষ এখন রেগে যায়। আর এই মানুষগুলোর এখন খুব ইগো। এরা নিজেদের খুব বড় ভাবে।
অনেকে টাকাপয়সাটাকেই খুব বড় করে দেখে। এই মানুষ-নামের জীবগুলো আরও বড়সড় পশু। এই পশুদের কখনো বোধোদয় হবে না। আমাদের চারপাশে এখন কতরকমের পশু যে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ইয়ত্তা নাই।
কাউকে এখন সহজে বন্ধু ভাবা যায় না। বন্ধু এখন বন্ধুর বুকে-পিঠে ছুরি মারে! মানুষ এখন বন্ধু বানাবে কাকে? কাউকে বন্ধু ভেবে যে কেউ দুটো কথা বলবে তারও জো নাই। সবাই এখন নিজেকে খুব বড় পণ্ডিত ভাবে। এদের ভিড়ে কারও সঙ্গে মন খুলে কথা বলার কোনো সুযোগ নাই।
ভালো কথা বললেও আজকাল একশ্রেণীর মানুষ তার ভুল বোঝে। ভালো কোনোকিছুকে গ্রহণ করার মানসিকতা খুব কম মানুষের আছে। সবখানে একশ্রেণীর অমানুষ নিজেদের লোভ ও লাভের স্বার্থ ছাড়া আর-কিছু দেখতে পাচ্ছে না। এই মানুষগুলোর সঙ্গে এখন কোনো কথা বলা যায় না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ১২/০৫/২০১৯ভালো লাগলো।
-
দেবাশীষ দিপন ১০/০৫/২০১৯হুম