কাউকে কিছু বলি না
কাউকে কিছু বলি না
এখন সময় ভালো নয়। চারিদিকে মন্দলোকের ছড়াছড়ি। মানুষগুলো দ্রুত মন্দ হয়ে যাচ্ছে। এই মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই বলরেই চলে। সবাই কেমন যেন প্রবল স্বার্থনেশায় উন্মাদের মতো ছুটে চলেছে! এরই নাম কি জীবন?
এই বিবেকহীন মানুষগুলো সঙ্গে আজকাল যত কম কথা বলা যায় তত ভালো। মানুষের এখন হিতাহিতজ্ঞান নাই। সামান্য একটা বিষয় খুনখারাবি করে বসতে পারে! এদের সঙ্গ এড়িয়ে চলার জন্য আজকাল যত কম কথা বলা যায় নিজের জন্য ততই মঙ্গল।
আশেপাশে অনেকে অনেকরকম কথা বলে। চুপচাপ শুধু শুনে যাই। আর ভাবি মানুষ কথটা পশু হচ্ছে! কিন্তু কাউকে কিছু বলি না। স্বল্পসময়ের জন্য একটামাত্র জীবন। এটা অকালে হারালে পরিবারের দায়দায়িত্ব কে নিবে?
এখন সময় ভালো নয়। চারিদিকে মন্দলোকের ছড়াছড়ি। মানুষগুলো দ্রুত মন্দ হয়ে যাচ্ছে। এই মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই বলরেই চলে। সবাই কেমন যেন প্রবল স্বার্থনেশায় উন্মাদের মতো ছুটে চলেছে! এরই নাম কি জীবন?
এই বিবেকহীন মানুষগুলো সঙ্গে আজকাল যত কম কথা বলা যায় তত ভালো। মানুষের এখন হিতাহিতজ্ঞান নাই। সামান্য একটা বিষয় খুনখারাবি করে বসতে পারে! এদের সঙ্গ এড়িয়ে চলার জন্য আজকাল যত কম কথা বলা যায় নিজের জন্য ততই মঙ্গল।
আশেপাশে অনেকে অনেকরকম কথা বলে। চুপচাপ শুধু শুনে যাই। আর ভাবি মানুষ কথটা পশু হচ্ছে! কিন্তু কাউকে কিছু বলি না। স্বল্পসময়ের জন্য একটামাত্র জীবন। এটা অকালে হারালে পরিবারের দায়দায়িত্ব কে নিবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রনোজিত সরকার(বামুনের চাঁদ) ০৬/০৫/২০১৯বেশ ভালো🙂
-
নাসরীন আক্তার রুবি ০৬/০৫/২০১৯রাইট।ভালো লাগলো
-
সৌবর্ণ বাঁধন ০৫/০৫/২০১৯সুন্দর