ঘাম ঝরাচ্ছে মানুষ
ঘাম ঝরাচ্ছে মানুষ
সাইয়িদ রফিকুল হক
যাদের ঘামে বিশ্বভূমি
হচ্ছে আলোকিত,
তাদের জীবন দিনে-দিনে
কেন এত স্তিমিত?
মাথার ঘামটা পায়ে ফেলে
চষে যারা বিশ্ব,
এই দুনিয়ায় তারাই এখন
অভাববাড়ির শিষ্য।
ভালোবাসার মানুষগুলো
পায় না খুঁজে ঠাঁই,
অত্যাচারী জালিমলোকের
আছে কত ভাই!
ঘাম ঝরাচ্ছে দেশের মানুষ
তাদের পকেট খালি,
বিনা ঘামের শিয়ালগুলো
বাজায় সুখে তালি!
সাইয়িদ রফিকুল হক
০১/০৫/২০১৯
সাইয়িদ রফিকুল হক
যাদের ঘামে বিশ্বভূমি
হচ্ছে আলোকিত,
তাদের জীবন দিনে-দিনে
কেন এত স্তিমিত?
মাথার ঘামটা পায়ে ফেলে
চষে যারা বিশ্ব,
এই দুনিয়ায় তারাই এখন
অভাববাড়ির শিষ্য।
ভালোবাসার মানুষগুলো
পায় না খুঁজে ঠাঁই,
অত্যাচারী জালিমলোকের
আছে কত ভাই!
ঘাম ঝরাচ্ছে দেশের মানুষ
তাদের পকেট খালি,
বিনা ঘামের শিয়ালগুলো
বাজায় সুখে তালি!
সাইয়িদ রফিকুল হক
০১/০৫/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৪/০৫/২০১৯খুব ভালো।
-
রনোজিত সরকার(বামুনের চাঁদ) ০৪/০৫/২০১৯সুন্দর🙂
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৫/২০১৯দারুণ
-
আশা মনি ০২/০৫/২০১৯nice poem