গরম রে ভাই
গরম রে ভাই
সাইয়িদ রফিকুল হক
গরম রে ভাই এমন গরম
যাবে বুঝি প্রাণ!
এই গরমে কে করিবে
একটুখানি ত্রাণ?
তাপমাত্রা যে বাড়ছে ভীষণ
লাগছে মনে দ্বন্দ্ব,
লু-হাওয়াটা কবে থেকে
হবে একটু বন্ধ?
সহ্যসীমার বাইরে গরম
মরছে শুধু নিঃস্ব,
ধনীলোকের এসি আছে
হাতের মুঠোয় বিশ্ব!
গরম রে ভাই ভীষণ গরম
আর সয় না দেহ,
সর্বনাশা গরম দূরের
পথ্য জানেন কেহ?
সাইয়িদ রফিকুল হক
২৭/০৪/২০১৯
সাইয়িদ রফিকুল হক
গরম রে ভাই এমন গরম
যাবে বুঝি প্রাণ!
এই গরমে কে করিবে
একটুখানি ত্রাণ?
তাপমাত্রা যে বাড়ছে ভীষণ
লাগছে মনে দ্বন্দ্ব,
লু-হাওয়াটা কবে থেকে
হবে একটু বন্ধ?
সহ্যসীমার বাইরে গরম
মরছে শুধু নিঃস্ব,
ধনীলোকের এসি আছে
হাতের মুঠোয় বিশ্ব!
গরম রে ভাই ভীষণ গরম
আর সয় না দেহ,
সর্বনাশা গরম দূরের
পথ্য জানেন কেহ?
সাইয়িদ রফিকুল হক
২৭/০৪/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৪/২০১৯Good.
-
রনোজিত সরকার(বামুনের চাঁদ) ২৯/০৪/২০১৯Khub sundor 🙂
-
জসিম বিন ইদ্রিস ২৯/০৪/২০১৯এই গরমেও যদি থাকে ছন্দ কবিতায়
ক্ষতি কী? আসুক তব! সবই সয়ে যায়।