এখনও মানুষ কুফুরি কালামে মত্ত
এখনও মানুষ কুফুরি কালামে মত্ত
মানুষ মানুষের শত্রু। আবার মানুষ মানুষের বন্ধু। কিছু মানুষ আছে বন্ধুবেশে পাশে এসে বিরাট ক্ষতি করে থাকে। আবার নিকটাত্মীয় বা দূরাত্মীয়দের মধ্যে কেউ-কেউ কালো জাদু বা কুফরি কালামের সাহায্যে কারও ক্ষতি করে থাকে।
আমার ছোট্ট মেয়েটাকে একটা পশুমহিলা সবসময় বিরাট ক্ষতি করার জন্য তার পিছনে লেগে আছে। মেয়েটাকে বারবার ক্ষতি করছে। সে খুব কুফরি কালাম জানে। এমন কুকুর মানুষের আত্মীয় হয় কীভাবে?
কুফরি কালাম থেকে বাঁচার জন্য ভালো কোনো দরবশেকেও খুঁজে পাচ্ছি না।
মানুষ মানুষের শত্রু। আবার মানুষ মানুষের বন্ধু। কিছু মানুষ আছে বন্ধুবেশে পাশে এসে বিরাট ক্ষতি করে থাকে। আবার নিকটাত্মীয় বা দূরাত্মীয়দের মধ্যে কেউ-কেউ কালো জাদু বা কুফরি কালামের সাহায্যে কারও ক্ষতি করে থাকে।
আমার ছোট্ট মেয়েটাকে একটা পশুমহিলা সবসময় বিরাট ক্ষতি করার জন্য তার পিছনে লেগে আছে। মেয়েটাকে বারবার ক্ষতি করছে। সে খুব কুফরি কালাম জানে। এমন কুকুর মানুষের আত্মীয় হয় কীভাবে?
কুফরি কালাম থেকে বাঁচার জন্য ভালো কোনো দরবশেকেও খুঁজে পাচ্ছি না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ১৫/০৫/২০১৯বেশ লিখেছেন
-
ইবনে মিজান ০১/০৫/২০১৯আল্লাহকে ডাকুন ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৪/২০১৯valo kono hujurer poramorsho nite paren
-
Nayem ২৫/০৪/২০১৯আপ্নিই হয়ে যান দরবেশ।
তিন কুল - ৩*৩ ৯ বার আর ১ বার আয়াতুল কুরসি পড়ে প্রতিদিন ২/৩ বার করে ফু সহ পানি খাওয়ান।
৭ দিন একটানা।
সুরা ইখলাস।নাস।ফালাক।আয়াতুল কুরসি।
ইনশাআল্লাহ ইহকালে আল্লাহ ব্যতিরেকে আর কেও পাশে ঘেস্তে পারবে না