মানুষগুলো যাচ্ছে মরে
মানুষগুলো যাচ্ছে মরে
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো যাচ্ছে মরে
পশুর গুঁতো খেয়ে!
আদিম জীবে বিশ্বভূমি
যাবে নাকি ছেয়ে?
পিশাচগুলো অন্ধকারে
হাসছে কেমন করে!
জনস্বার্থে ফাঁসিকাষ্ঠে
ঝুলাও এদের ধরে।
মানুষগুলো যাচ্ছে মরে
কোথাও নাইরে বিচার,
সবাই শুধু একটু লেখে
ছাপায় কত ফিচার!
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো যাচ্ছে মরে
পশুর গুঁতো খেয়ে!
আদিম জীবে বিশ্বভূমি
যাবে নাকি ছেয়ে?
পিশাচগুলো অন্ধকারে
হাসছে কেমন করে!
জনস্বার্থে ফাঁসিকাষ্ঠে
ঝুলাও এদের ধরে।
মানুষগুলো যাচ্ছে মরে
কোথাও নাইরে বিচার,
সবাই শুধু একটু লেখে
ছাপায় কত ফিচার!
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ২৬/০৪/২০১৯মুগ্ধ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৫/০৪/২০১৯Good.
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৫/০৪/২০১৯বেশ তো! ঠিক তাই।
-
আশা মনি ২৪/০৪/২০১৯দারুন কবিতা!
-
জসিম বিন ইদ্রিস ২৪/০৪/২০১৯সত্যিই ঘোল্লায় গেছে সমাজটা। এখনই সময় সকল প্রকার অপসংস্কৃতি ও অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।