খুনীদের ফাঁসি দিতে হবে
খুনীদের ফাঁসি দিতে হবে
একে-একে নুসরাত হত্যাকারীরা ধরা পড়ছে। প্রায় সকল আসামীই ধরা পড়ে গেছে। যে দুই-একটা বাকি আছে আশা করছি, ওরাও ধরা পড়বে।
একটা আসামীও যেন জামিন না পায়। এদের সবক’টাকে ফাঁসি দিতে হবে। অন্য কোনো রায় এই ধর্ষণ-প্রবণতা কমাতে পারবে না। আসলে, জেল কোনো শাস্তি নয়। এটা অপরাধীকে আরও উৎসাহিত করে থাকে। তাই, নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল পাপিষ্ঠকে ফাঁসি দিতে হবে।
একে-একে নুসরাত হত্যাকারীরা ধরা পড়ছে। প্রায় সকল আসামীই ধরা পড়ে গেছে। যে দুই-একটা বাকি আছে আশা করছি, ওরাও ধরা পড়বে।
একটা আসামীও যেন জামিন না পায়। এদের সবক’টাকে ফাঁসি দিতে হবে। অন্য কোনো রায় এই ধর্ষণ-প্রবণতা কমাতে পারবে না। আসলে, জেল কোনো শাস্তি নয়। এটা অপরাধীকে আরও উৎসাহিত করে থাকে। তাই, নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল পাপিষ্ঠকে ফাঁসি দিতে হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৭/০৪/২০১৯Besh valo laglo..
-
আশা মনি ১৭/০৪/২০১৯ঠিক বলেছেন।