নতুন বছর
নতুন বছর
সাইয়িদ রফিকুল হক
নতুন বছর আসবে-যাবে
থামবে নাতো জীবন,
প্রেমালোকে জ্বালাও মনে
ভালোবাসার দীপন।
জাতিভেদের প্রথা ভুলে
দাঁড়াও মানুষ হয়ে,
প্রেমের বিশ্ব গড়বো আমরা
ভালোবাসা লয়ে।
বৈশাখ-মাসে সাজবে জাতি
ভালোবাসার রঙে,
দেশপ্রেমেরই থাকবে ছোঁয়া
সবার নানান ঢঙে।
বাংলাভাষায় হিংসা যাদের
ফুলবে তাদের পেট,
দু’দিন পরে লাথি খেয়ে
মাথা হবে হেঁট!
এই দেশেতে থাকতে হলে
দেশকে টানো বুকে,
দেশের কথা সারাজীবন
রাখো সবার মুখে।
নতুন বছর এলো আবার
আয় রে সাজি রঙে,
সারাবছর সুখে কাটবে
ভালোবাসার ঢঙে!
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০১৯
সাইয়িদ রফিকুল হক
নতুন বছর আসবে-যাবে
থামবে নাতো জীবন,
প্রেমালোকে জ্বালাও মনে
ভালোবাসার দীপন।
জাতিভেদের প্রথা ভুলে
দাঁড়াও মানুষ হয়ে,
প্রেমের বিশ্ব গড়বো আমরা
ভালোবাসা লয়ে।
বৈশাখ-মাসে সাজবে জাতি
ভালোবাসার রঙে,
দেশপ্রেমেরই থাকবে ছোঁয়া
সবার নানান ঢঙে।
বাংলাভাষায় হিংসা যাদের
ফুলবে তাদের পেট,
দু’দিন পরে লাথি খেয়ে
মাথা হবে হেঁট!
এই দেশেতে থাকতে হলে
দেশকে টানো বুকে,
দেশের কথা সারাজীবন
রাখো সবার মুখে।
নতুন বছর এলো আবার
আয় রে সাজি রঙে,
সারাবছর সুখে কাটবে
ভালোবাসার ঢঙে!
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৫/০৪/২০১৯
-
রনোজিত সরকার(বামুনের চাঁদ) ১৫/০৪/২০১৯সুন্দর লেখা👌
ভাল লাগলো।