মনে অসুখ
মনে অসুখ
মনটা ভালো নেই। মেয়েটা আজ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছে। খুব কাছের মানুষজন অসুস্থ হলে কিছুই ভালো লাগে না। মনটা কেমন করে যেন কাঁদে।
অস্থায়ী এই পৃথিবীতে চিরদিন বাঁচার কোনো সুযোগ নাই। তবে কিছুদিন বাঁচার সাধ সবারই রয়েছে। মানুষের অকাল মৃত্যু দেখলে বড় ভয় হয়। প্রিয়জনের অসুখ দেখলে ভয় হয়। মনে নানারকম শঙ্কা জাগে।
মেয়েটার এই ক’দিনের জ্বরে আমার মনেও এখন অসুখ। কিছুই ভালো লাগে না।
মহান আল্লাহ কখন তাকে সুস্থ করে দিবেন? প্রভু দয়াময়, আপনার করুণাপ্রার্থী।
মনটা ভালো নেই। মেয়েটা আজ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছে। খুব কাছের মানুষজন অসুস্থ হলে কিছুই ভালো লাগে না। মনটা কেমন করে যেন কাঁদে।
অস্থায়ী এই পৃথিবীতে চিরদিন বাঁচার কোনো সুযোগ নাই। তবে কিছুদিন বাঁচার সাধ সবারই রয়েছে। মানুষের অকাল মৃত্যু দেখলে বড় ভয় হয়। প্রিয়জনের অসুখ দেখলে ভয় হয়। মনে নানারকম শঙ্কা জাগে।
মেয়েটার এই ক’দিনের জ্বরে আমার মনেও এখন অসুখ। কিছুই ভালো লাগে না।
মহান আল্লাহ কখন তাকে সুস্থ করে দিবেন? প্রভু দয়াময়, আপনার করুণাপ্রার্থী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ১৮/০৪/২০২১হুম সত্যিই তাই
-
রনোজিত সরকার(বামুনের চাঁদ) ১৫/০৪/২০১৯অসাধারন👌
-
জসিম বিন ইদ্রিস ০৯/০৪/২০১৯সত্যিই প্রিয়। প্রিয়জন অসুস্থ হলে পৃথিবীর সকল কিছুই কেন যেন অসুস্থ হয়ে যায়।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৯/০৪/২০১৯আল্লাহ আপনার মেয়েকে সুস্থ করে দিন।
আর ধৈর্য ধরুন। আল্লাহ সহায় হোন। আমীন।