মনের মতো লেখা
মনের মতো লেখা
সাইয়িদ রফিকুল হক
তোমরা আমায় লিখতে বলো মনের মতো লেখা!
তোমার কথায় হবে নাকো কবির কাব্য শেখা।
তোমার মনের ভাবনাগুলো লিখতে কেন যাবো?
বিশ্বপ্রেমের গীতই আমি মনের সুখে গা’বো।
বিশ্বমানুষ আমার স্বজন তাদের কথা বলি,
সবার প্রেমে ভালোবেসে ফুটছে কাব্যকলি।
কারও মনের তোষামোদী করবে নাতো কবি,
বিশ্বজুড়ে এঁকে যাবে মানবতার ছবি।
একেকজনের একেকমনে কত কথা আছে!
বিশ্বজনীন সাধুচিন্তা ভালো সবার কাছে।
কবি লেখেন সবার কথা, নাই যে কোনো ফাঁকি,
তোমার কথাও বাদ পড়েনি, কিছুই নাই তো বাকি।
কবির মনে খেলা করে বিশ্বপ্রেমের গান,
লেখেন তিনি সবার কথা নয়তো কিছু ভান।
মনটা তোমার বড় কর, ফুটবে গোলাপকলি,
বুঝবে তখন আমরা কেমন বিশ্বকথা বলি।
মনের মতো লেখা চাইলে হও না মনের মানুষ,
সবার মনে ভালোবেসে উড়বে রঙিন ফানুস!
আমরা যদি আজকে থেকে ভালো হয়ে যাই,
বিশ্ব হবে মনের মতো—কোথাও বিবাদ নাই।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৪/২০১৯
সাইয়িদ রফিকুল হক
তোমরা আমায় লিখতে বলো মনের মতো লেখা!
তোমার কথায় হবে নাকো কবির কাব্য শেখা।
তোমার মনের ভাবনাগুলো লিখতে কেন যাবো?
বিশ্বপ্রেমের গীতই আমি মনের সুখে গা’বো।
বিশ্বমানুষ আমার স্বজন তাদের কথা বলি,
সবার প্রেমে ভালোবেসে ফুটছে কাব্যকলি।
কারও মনের তোষামোদী করবে নাতো কবি,
বিশ্বজুড়ে এঁকে যাবে মানবতার ছবি।
একেকজনের একেকমনে কত কথা আছে!
বিশ্বজনীন সাধুচিন্তা ভালো সবার কাছে।
কবি লেখেন সবার কথা, নাই যে কোনো ফাঁকি,
তোমার কথাও বাদ পড়েনি, কিছুই নাই তো বাকি।
কবির মনে খেলা করে বিশ্বপ্রেমের গান,
লেখেন তিনি সবার কথা নয়তো কিছু ভান।
মনটা তোমার বড় কর, ফুটবে গোলাপকলি,
বুঝবে তখন আমরা কেমন বিশ্বকথা বলি।
মনের মতো লেখা চাইলে হও না মনের মানুষ,
সবার মনে ভালোবেসে উড়বে রঙিন ফানুস!
আমরা যদি আজকে থেকে ভালো হয়ে যাই,
বিশ্ব হবে মনের মতো—কোথাও বিবাদ নাই।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৪/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৫/০৪/২০১৯সুন্দর হয়েছে
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৪/২০১৯Nice