অলস দুপুর
অলস দুপুর
অলস দুপুর চারিদিকে
গুমোট হাওয়া,
কথা বলতে মনের মতো
কাউকে যাবে কি পাওয়া?
অলস দুপুর কাটে নাতো
কষ্ট সয়ে আর,
বারেবারে জটিল চিন্তার
ছিন্ন হচ্ছে তার!
অলস দুপুর চারিদিকে
গুমোট হাওয়া,
কথা বলতে মনের মতো
কাউকে যাবে কি পাওয়া?
অলস দুপুর কাটে নাতো
কষ্ট সয়ে আর,
বারেবারে জটিল চিন্তার
ছিন্ন হচ্ছে তার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ০৩/০৪/২০১৯বাঃ অলস দুপূর বেশ ভাল লাগল।।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৪/২০১৯বাঃ
-
আশা মনি ০২/০৪/২০১৯দারুন লিখেছেন!
-
জসিম বিন ইদ্রিস ০২/০৪/২০১৯অসাধারণ। ভালো লাগল প্রিয় বন্ধুবর