খাদ্যলোভীরা
খাদ্যলোভীরা
সাইয়িদ রফিকুল হক
খাদ্যলোভীরা এখন কাব্যবিমুখ,
সবখানে ওদের স্বার্থচিন্তার আন্দোলন,
আজকাল দেখি আপাদমস্তক শুধু অর্থে মুড়ে আছে
আমাদের সমাজের কতকগুলো অর্থলোভী শিয়াল।
এই শিয়ালগুলো নাকি আবার খুব প্রভাবশালী,
সমাজ-রাষ্ট্রে এদের একেকটার আছে বিরাট দাপট!
এরা কেউ সরাসরি আমলা, আবার কেউ-কেউ এখনও
আমলাতন্ত্রের ধারক-বাহক। এই লোভী শিয়ালগুলোই
এখন নিয়ন্ত্রণ করছে আমাদের বাসযোগ্য সমাজ-রাষ্ট্র!
কাব্যবিমুখ শ্বাপদের দল অবিরাম গতিতে ছুটে চলেছে
তাদের নষ্টসমাজ কায়েম করার দুর্নিবার লক্ষ্যে-উদ্দেশ্যে।
খাদ্যলোভী-অর্থলোভীরা আজ খুব বেশি কাব্যবিমুখ,
এরা পৃথিবীতে পদদলিত করছে আমাদের ভালোবাসার ফুল।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৩/২০১৯
সাইয়িদ রফিকুল হক
খাদ্যলোভীরা এখন কাব্যবিমুখ,
সবখানে ওদের স্বার্থচিন্তার আন্দোলন,
আজকাল দেখি আপাদমস্তক শুধু অর্থে মুড়ে আছে
আমাদের সমাজের কতকগুলো অর্থলোভী শিয়াল।
এই শিয়ালগুলো নাকি আবার খুব প্রভাবশালী,
সমাজ-রাষ্ট্রে এদের একেকটার আছে বিরাট দাপট!
এরা কেউ সরাসরি আমলা, আবার কেউ-কেউ এখনও
আমলাতন্ত্রের ধারক-বাহক। এই লোভী শিয়ালগুলোই
এখন নিয়ন্ত্রণ করছে আমাদের বাসযোগ্য সমাজ-রাষ্ট্র!
কাব্যবিমুখ শ্বাপদের দল অবিরাম গতিতে ছুটে চলেছে
তাদের নষ্টসমাজ কায়েম করার দুর্নিবার লক্ষ্যে-উদ্দেশ্যে।
খাদ্যলোভী-অর্থলোভীরা আজ খুব বেশি কাব্যবিমুখ,
এরা পৃথিবীতে পদদলিত করছে আমাদের ভালোবাসার ফুল।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৩/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৪/২০১৯দারুণ
-
রনি বিশ্বাস ০১/০৪/২০১৯অসাধারণ কবিবন্ধু।
-
নাসরীন আক্তার রুবি ৩০/০৩/২০১৯চমৎকার লেখা।