যুবকদের বলি
যুবকদের বলি
সাইয়িদ রফিকুল হক
যুবকদের বলি মেয়েদের পিছনে
অযথা ঘুর ঘুর না করে
তোমরা ভালোবাসো এই দেশটাকে।
দেশের যে এখন কত শত বিপদ!
চারিদিকে ঘুরছে লোভী শকুনেরা,
তোমরা রুখে দাও পরাজিত শকুন।
এই শকুনগুলো আমাদের খুব চেনা,
এরা যে আমাদের পরাজিত শকুন,
আবার পরাজিত করতে হবে তাই।
যুবকদের বলি খুবই ভালোবেসে,
তোমরা কোনোদিন রাজপথে নামবে না
কারও উস্কানিতে, কারও লোভে পুড়ে।
আমাদের দেশে বেড়ে গেছে শকুন,
বিজিত শকুনের সেবাদাসটি হয়ে
তোমরা নামবে না কখনো রাজপথে।
যুবকদের বলি আর ভুল কোরো না,
আজ থেকে তোমরা হয়ে যাও দেশের,
চামড়া তুলে ফেল পরাজিত শকুনের।
সাইয়িদ রফিকুল হক
২১/০৩/২০১৯
সাইয়িদ রফিকুল হক
যুবকদের বলি মেয়েদের পিছনে
অযথা ঘুর ঘুর না করে
তোমরা ভালোবাসো এই দেশটাকে।
দেশের যে এখন কত শত বিপদ!
চারিদিকে ঘুরছে লোভী শকুনেরা,
তোমরা রুখে দাও পরাজিত শকুন।
এই শকুনগুলো আমাদের খুব চেনা,
এরা যে আমাদের পরাজিত শকুন,
আবার পরাজিত করতে হবে তাই।
যুবকদের বলি খুবই ভালোবেসে,
তোমরা কোনোদিন রাজপথে নামবে না
কারও উস্কানিতে, কারও লোভে পুড়ে।
আমাদের দেশে বেড়ে গেছে শকুন,
বিজিত শকুনের সেবাদাসটি হয়ে
তোমরা নামবে না কখনো রাজপথে।
যুবকদের বলি আর ভুল কোরো না,
আজ থেকে তোমরা হয়ে যাও দেশের,
চামড়া তুলে ফেল পরাজিত শকুনের।
সাইয়িদ রফিকুল হক
২১/০৩/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ চপল ইসলাম সাকিব ২৩/০৩/২০১৯সঠিক কথা!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৩/২০১৯সঠিক প্রতিবাদ