বৈপরিত্য
বৈপরিত্য
সাইয়িদ রফিকুল হক
জাদুর বাঁশি নেইকো আমার
আছে শুধু ছন্দ,
ভাবের সঙ্গে ছন্দরাজের
হয় না কোনো দ্বন্দ্ব।
তোমার মুখে মায়া আছে
আমার আছে দ্রোহ,
সইতে আমি তাই পারি না
যন্ত্রণাটা দুঃসহ।
আপস তুমি করতে পারো
চামচামিতেও দক্ষ,
চিনতে কি আর বাকি আছে
তুমি কাদের পক্ষ?
আমার আবার ঠোঁটটি কাটা
সহ্য তোমার হয় না,
হতে আমি চাই না বন্ধু
পরশেখানো ময়না।
জেলের ভয়ে খাই না কারও
হারাম টাকার মিঠাই,
ভাগ্যে থাকলে নাহয় খাবো
অনেকরকম পিটাই!
তুমি আবার আপসকামী
মিথ্যামামলায় পারদর্শী,
আমি শুধু প্রতিবাদের
বক্তা অনলবর্ষী।
সাইয়িদ রফিকুল হক
২০/০৩/২০১৯
সাইয়িদ রফিকুল হক
জাদুর বাঁশি নেইকো আমার
আছে শুধু ছন্দ,
ভাবের সঙ্গে ছন্দরাজের
হয় না কোনো দ্বন্দ্ব।
তোমার মুখে মায়া আছে
আমার আছে দ্রোহ,
সইতে আমি তাই পারি না
যন্ত্রণাটা দুঃসহ।
আপস তুমি করতে পারো
চামচামিতেও দক্ষ,
চিনতে কি আর বাকি আছে
তুমি কাদের পক্ষ?
আমার আবার ঠোঁটটি কাটা
সহ্য তোমার হয় না,
হতে আমি চাই না বন্ধু
পরশেখানো ময়না।
জেলের ভয়ে খাই না কারও
হারাম টাকার মিঠাই,
ভাগ্যে থাকলে নাহয় খাবো
অনেকরকম পিটাই!
তুমি আবার আপসকামী
মিথ্যামামলায় পারদর্শী,
আমি শুধু প্রতিবাদের
বক্তা অনলবর্ষী।
সাইয়িদ রফিকুল হক
২০/০৩/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ ফারুক হোসেন ২১/০৩/২০১৯অসাধারণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৩/২০১৯ওয়াও!
-
পি পি আলী আকবর ২১/০৩/২০১৯বেশ