মানবমন
মানবমন
সাইয়িদ রফিকুল হক
বকুল-ফুলের গন্ধ শুঁকে
হাসি মনের সুখে,
তবুও দেখি অমাবস্যা
বন্ধু তোমার মুখে!
বাইরে দেখি আলোর রশ্মি
ভিতরটাতে আঁধার,
মানবমনে ব্যাধি আছে
কতরকম বাধার।
তোমার মনের জোছনা বুঝি
ঝরবে নাকো আর!
অমাবস্যাই খুঁজে পেল
ঠিকানাটা তার।
ফুলের মতো কোমল মনে
কেন এত কীট?
রক্তমাংসের পাঁজরটা তাই
হচ্ছে ঝামা ইট!
মানবমনে চাই না ব্যাধি
চাই যে প্রেমের বাগান,
সবার কণ্ঠে ঝরবে তখন
মানবতার গান।
প্রভু তুমি মানবমনে
দাও না ভালোবাসা,
সম্প্রীতিরই বন্ধনে তাই
পুরবে সবার আশা।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৩/২০১৯
সাইয়িদ রফিকুল হক
বকুল-ফুলের গন্ধ শুঁকে
হাসি মনের সুখে,
তবুও দেখি অমাবস্যা
বন্ধু তোমার মুখে!
বাইরে দেখি আলোর রশ্মি
ভিতরটাতে আঁধার,
মানবমনে ব্যাধি আছে
কতরকম বাধার।
তোমার মনের জোছনা বুঝি
ঝরবে নাকো আর!
অমাবস্যাই খুঁজে পেল
ঠিকানাটা তার।
ফুলের মতো কোমল মনে
কেন এত কীট?
রক্তমাংসের পাঁজরটা তাই
হচ্ছে ঝামা ইট!
মানবমনে চাই না ব্যাধি
চাই যে প্রেমের বাগান,
সবার কণ্ঠে ঝরবে তখন
মানবতার গান।
প্রভু তুমি মানবমনে
দাও না ভালোবাসা,
সম্প্রীতিরই বন্ধনে তাই
পুরবে সবার আশা।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৩/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ ফারুক হোসেন ২১/০৩/২০১৯বেশ বেশ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০৩/২০১৯চমৎকার