কবির মনে হিংসা নাই
কবির মনে হিংসা নাই
সাইয়িদ রফিকুল হক
কবির মনে হিংসা যে নাই
হিংসা পাপীর বুকে,
লোকদেখানো হাসি ফোটে
ভণ্ডগুলোর মুখে।
কবি হলেন মধুর ভাষী
সত্য বলায় ঠোঁটকাটা,
মিথ্যানাশে তাইতে দেখি
কবির বুকের পাটা।
হিংসা যদি একটুখানি
থাকে কারও মনে,
কবি বলে ডাকবে কেন
এমন পাপীজনে।
যাহার মনে হিংসা আছে
সে হবে না কবি,
কবি হলেন মহাবিশ্বের
আলো-দানের রবি।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৩/২০১৯
সাইয়িদ রফিকুল হক
কবির মনে হিংসা যে নাই
হিংসা পাপীর বুকে,
লোকদেখানো হাসি ফোটে
ভণ্ডগুলোর মুখে।
কবি হলেন মধুর ভাষী
সত্য বলায় ঠোঁটকাটা,
মিথ্যানাশে তাইতে দেখি
কবির বুকের পাটা।
হিংসা যদি একটুখানি
থাকে কারও মনে,
কবি বলে ডাকবে কেন
এমন পাপীজনে।
যাহার মনে হিংসা আছে
সে হবে না কবি,
কবি হলেন মহাবিশ্বের
আলো-দানের রবি।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৩/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ চপল ইসলাম সাকিব ২৫/০৩/২০১৯খুব ভালো লাগলো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০৩/২০১৯Good..
-
সৌমেন সেন ১৮/০৩/২০১৯খুব ভালো পত্রিকার জন্য লেখাপাঠান[email protected] *-এ
-
সোহেল রানা আশিক ১৮/০৩/২০১৯দারুণ লেখা।কবির জয় হোক