পাকাচুল
পাকাচুল
সাইয়িদ রফিকুল হক
চুল পেকেছে বয়স-দোষে
বলছি নাতো মিছে,
তবুও কেন বৃদ্ধ ভেবে
লাগলে সবাই পিছে?
কালোচুল কি সবসময়ে
লাগে এত ভালো?
পাকাচুলে চেহারাটা
করে রাখে আলো!
তোমরা সবাই চুল পাকাতে
পেয়ো নাকো ভয়,
পাকাচুলের চেহারাটা
পরাজয়ের নয়।
চিরদিন কি থাকবে তুমি
প্রেমের মাঠের কিশোর?
পাকাচুলটা দেখে তাইতে
করবে নাকো শোর।
চুল পেকেছে বয়স-দোষে
হইনি তবুও বৃদ্ধ,
অভিজ্ঞতার রশ্মি পেয়ে
হচ্ছি আরও সৃমদ্ধ।
সাইয়িদ রফিকুল হক
১২/০৩/২০১৯
সাইয়িদ রফিকুল হক
চুল পেকেছে বয়স-দোষে
বলছি নাতো মিছে,
তবুও কেন বৃদ্ধ ভেবে
লাগলে সবাই পিছে?
কালোচুল কি সবসময়ে
লাগে এত ভালো?
পাকাচুলে চেহারাটা
করে রাখে আলো!
তোমরা সবাই চুল পাকাতে
পেয়ো নাকো ভয়,
পাকাচুলের চেহারাটা
পরাজয়ের নয়।
চিরদিন কি থাকবে তুমি
প্রেমের মাঠের কিশোর?
পাকাচুলটা দেখে তাইতে
করবে নাকো শোর।
চুল পেকেছে বয়স-দোষে
হইনি তবুও বৃদ্ধ,
অভিজ্ঞতার রশ্মি পেয়ে
হচ্ছি আরও সৃমদ্ধ।
সাইয়িদ রফিকুল হক
১২/০৩/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ১৪/০৩/২০১৯বেশ
-
আশা মনি ১৪/০৩/২০১৯দারুন কবিতা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৩/২০১৯বাঃ