ইচ্ছে ছিল
ইচ্ছে ছিল
সাইয়িদ রফিকুল হক
ইচ্ছে ছিল আকাশের চাঁদ হবো,
ইচ্ছে ছিল সবুজ বাগানের ফুল হবো,
ইচ্ছে ছিল শিশিরভেজা সবুজ ঘাস হবো।
ইচ্ছে ছিল ভালোবেসে সন্ধ্যামালতী হবো,
ইচ্ছে ছিল ফুলের মতো সুবাস বিলাবো,
ইচ্ছে ছিল মনমাতানো রজনীগন্ধা হবো,
ইচ্ছে ছিল গন্ধরাজের মতো মন খুলে হাসবো,
ইচ্ছে ছিল বকুলফুলের মিষ্টি সুবাস হবো
ইচ্ছে ছিল বেলীফুলের স্নিগ্ধ ঘ্রাণ হবো ।
ইচ্ছে ছিল সবার প্রিয় মানুষ হবো,
ইচ্ছে ছিল গোলাপ হয়ে ফুটবো,
ইচ্ছে ছিল সবার কাছে ভালোবাসার মানুষ হবো।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৩/২০১৯
সাইয়িদ রফিকুল হক
ইচ্ছে ছিল আকাশের চাঁদ হবো,
ইচ্ছে ছিল সবুজ বাগানের ফুল হবো,
ইচ্ছে ছিল শিশিরভেজা সবুজ ঘাস হবো।
ইচ্ছে ছিল ভালোবেসে সন্ধ্যামালতী হবো,
ইচ্ছে ছিল ফুলের মতো সুবাস বিলাবো,
ইচ্ছে ছিল মনমাতানো রজনীগন্ধা হবো,
ইচ্ছে ছিল গন্ধরাজের মতো মন খুলে হাসবো,
ইচ্ছে ছিল বকুলফুলের মিষ্টি সুবাস হবো
ইচ্ছে ছিল বেলীফুলের স্নিগ্ধ ঘ্রাণ হবো ।
ইচ্ছে ছিল সবার প্রিয় মানুষ হবো,
ইচ্ছে ছিল গোলাপ হয়ে ফুটবো,
ইচ্ছে ছিল সবার কাছে ভালোবাসার মানুষ হবো।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৩/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৭/০৩/২০১৯অপূর্ব ইচ্ছে।
-
শেখ সাদী মারজান ০৬/০৩/২০১৯খুব সুন্দর