লেখালেখি করি
লেখালেখি করি
সাইয়িদ রফিকুল হক
লেখালেখি করি দিনরাত
চুরি তো করি না কেহ,
তবুও কেন কুঞ্চিত হয়
তোমাদের কারও দেহ?
তোমরা যারা ঘুষের ডিপো
ঘুষেই আছো নিমজ্জিত,
ময়লা-পাপে মেকী-দেহ
করছো শুধু সজ্জিত!
লজ্জা হয় না পাপে ডুবে
তোমাদের কারও মনে!
কলিযুগে শুয়োরগুলো
মেতে আছে শুধু ধনে।
লেখালেখি করি দিনরাত
করি না কারও ক্ষতি,
দেশের কাজে লাগছে শুধু
আমাদেরই মতিগতি।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৩/২০১৯
সাইয়িদ রফিকুল হক
লেখালেখি করি দিনরাত
চুরি তো করি না কেহ,
তবুও কেন কুঞ্চিত হয়
তোমাদের কারও দেহ?
তোমরা যারা ঘুষের ডিপো
ঘুষেই আছো নিমজ্জিত,
ময়লা-পাপে মেকী-দেহ
করছো শুধু সজ্জিত!
লজ্জা হয় না পাপে ডুবে
তোমাদের কারও মনে!
কলিযুগে শুয়োরগুলো
মেতে আছে শুধু ধনে।
লেখালেখি করি দিনরাত
করি না কারও ক্ষতি,
দেশের কাজে লাগছে শুধু
আমাদেরই মতিগতি।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৩/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৭/০৩/২০১৯ভালোই
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৩/২০১৯বাঃ